মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ে গত ১০ শে জুন আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবারক উল্লাহ মজুমদার, ম্যানেজিং ডিরেক্টর, মামটেক্স লিমিটেড। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা বাড়িয়ে তোলে।
প্রধান অতিথি জনাব মোবারক উল্লাহ মজুমদার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সার্বিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। একমাত্র এই সুষম বিকাশই একজন শিক্ষার্থীকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে তোলে।”
তিনি আরও বলেন, “আমরা যেন প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নত করি এবং নতুন কিছু শিখতে অভ্যস্ত হই, তাহলেই আমরা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব গিয়াস উদ্দিন সৈকত, ম্যানেজিং ডিরেক্টর, শাহ শরীফ’স (র.) রিসোর্স লিমিটেড, ঢাকা তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে, যাতে ভবিষ্যত প্রজন্ম সঠিক পথের দিকে অগ্রসর হতে পারে।”
অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার জনাব মো: হেদায়েত উল্ল্যাহ, সিনিয়র সহকারী জজ, চট্টগ্রাম বলেন, “আজকের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা ও অনুপ্রেরণার সুযোগ। যে শিশুর মধ্যে সাংস্কৃতিক বা ক্রীড়ার প্রতি আগ্রহ থাকে, সে ব্যক্তি জীবনের অনেক দিকেই সফলতা অর্জন করতে সক্ষম।”
জনাব মো: মোশাররফ হোসেন বুলবুল, সহ সভাপতি, অরবিট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম তার বক্তৃতায় জানান, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়, যা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসে।”
অনুষ্ঠানে জনাব মোহাম্মদ আল এমরান, সাধারণ সম্পাদক, নরহরিপুর উন্নয়ন সমিতি বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষা ও সৃজনশীলতা দিয়ে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশ ও জাতির সেবা করতে পারে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান। তার সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ সঞ্চালনায় অনুষ্ঠানের পরিপূর্ণতা বৃদ্ধি পায়।
শেষে, উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং আগামী দিনের সফলতা কামনা করেন।