কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভোগই গ্রামে বৃহস্পতিবার বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম সাহেবের নির্দেশনায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির আহমদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরু এবং সদস্য আব্দুল্লাহ আল-মামুন সুমন।
ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, জহিরুল ইসলাম জুয়েল, মিজানুর রহমান, কামরুল হাসান এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল আলম।
সভায় বক্তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দল যাকে নমিনেশন দেবে, সবাই মিলে তার বিজয়ের জন্য কাজ করতে হবে। এছাড়া, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।