কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম চৌরাস্তার মোড় সংলগ্ন রাস্তায় মাদকাসক্ত দুই যুবকের হামলায় মোঃ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় তার পকেট থেকে নগদ ১১,০০০/- টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ১৬ মে ২০২৫ইং, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময়। আহত সাইফুল ইসলাম ঝলম দক্ষিণ ইউনিয়নের বচইড় (মৃধা বাড়ি) গ্রামের আবদুল হকের ছেলে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম থানায় দেওয়া অভিযোগে জানান, তিনি স্থানীয়ভাবে পরিচিত ১নং অভিযুক্ত মোঃ রাব্বিকে (২৪) পূর্বেও একাধিকবার মাদক সেবনে নিষেধ করেছিলেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন বাজারে যাওয়ার পথে ঝলম চৌরাস্তার মোড়ে পৌঁছালে মোঃ রাব্বি ও তার অজ্ঞাত কয়েকজন সহযোগী হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে সাইফুলের উপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত রাব্বি একই ইউনিয়নের ঝলম (ঠাকুর বাড়ি) গ্রামের বাসিন্দা।
এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠির আঘাতে সাইফুলের বাম পা, হাঁটু, কোমর, হাত ও মুখে গুরুতর জখম হয়। পাশাপাশি তার প্যান্টের পকেটে থাকা নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। হামলার সময় উপস্থিত সাক্ষী মোঃ ফারুক, মোঃ মোরশেদ আলম ও আরও অনেকে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা সাইফুলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাইফুল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বি একজন ছাত্রলীগের কর্মী । তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন, স্থানীয়ভাবে চাঁদাবাজি সহ নানা অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি এলাকাবাসী তাকে একাধিকবার সামাজিকভাবে সতর্কও করেছে, কিন্তু তাতে সে কোনো কর্ণপাত করেনি।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।