হাইওয়ে পুলিশের ধারাবাহিক সফল অভিযানের ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরেছে এবং কমেছে ডাকাতি ও মাদক পাচার। বিশেষজ্ঞ মহল হাইওয়ে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, হাইওয়ে পুলিশকে আধুনিক বিশেষ সুযোগ-সুবিধা দিলে দেশে একপ্রান্ত থেকে অপর প্রান্তে অবৈধ মালামাল পাচার কমবে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত অনুমান সাড়ে ১২ ঘটিকায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ প্রাইভেট কার ধাওয়া করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুট ওভারব্রিজের নিচে প্রাইভেট কারটি আটক করে। প্রাইভেট কারটির চালক মো: ইব্রাহীম (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মিন্নতনগর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা কে ৮০ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।”
বিশেষজ্ঞদের মতে, হাইওয়ে পুলিশকে আধুনিক প্রযুক্তি ও বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করলে দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে অবৈধ মালামাল পাচার কমবে। এছাড়াও, হাইওয়ে পুলিশের এমন সফল অভিযান দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।