সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী মো: জাহিদুল ইসলাম আরও বলেন, পৃথিবীর ইতিহাসই প্রমাণ করেছে, আল্লাহর রাসুল (স:) যেভাবে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেভাবে কোনো যুগে কোনো সম্প্রদায় কোনো ভূখন্ডে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। রাসূল (সা.) এর জীবদ্দশায় অমুসলিম বেদুইন কর্তৃক মসজিদে প্রস্রাব করার ঘটনায় মুসলমানদের আঘাত থেকে বাঁচাতে অমুসলিমকে ক্ষমা করে দিয়ে রক্ষা করেছেন। তায়েফে রাসূল (সা.) এর উপর মর্মান্তিক পাথর নিক্ষেপের ঘটনায় হয়রত জিবরাঈল (আ.) তায়েফবাসীদের উপর হামলার অনুমতি চাইলেন। কিন্তু রাসুল (সা.) সেই হামলার অনুমতি না দিয়ে কাফেরদেকেও মাফ করে দুনিয়ার বুকে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীতে মহানবী (সা.) এর জীবনী যুগ যুগ ধরে লিখা হবে। তাঁর জীবনীর মত শ্রেষ্ঠ জীবনী পৃথিবীতে আর একটিও নেই।
ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান মেহেদীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মহিউদ্দিন রনির সঞ্চালনায় মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, গোপিবাগ রেলওয়ে ব্যারাক মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম মোল্লা, ঢাকা মহানগরী দক্ষিণ শিবিরের সভাপতি আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ঢাকা মহানগর জামায়াত নেতা ভিপি মো: সাহাব উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মো: মাহফুজুর রহমান, সেক্রেটারী মু. বেলাল হোসাইন, উপজেলা শিবির সভাপতি ইব্রাহিম ভূঁইয়া, সেক্রেটারী গাজী আফসার বিজয় প্রমুখ।