মুরাদনগর প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার আকিবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তাণ্ডব চালায়।
নিহতরা হলেন—কড়িবাড়ি গ্রামের রুবি, তার ভাই রাসেল ও ভাইয়ের স্ত্রী গৃহবধূ জোনাকি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো কোনো শত্রুতা কিংবা অবৈধ কর্মকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।”
স্থানীয় সূত্রগুলো জানায়, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরূপ পরিস্থিতি বিরাজ করছিল। ধারণা করা হচ্ছে, মাদকের বিরোধকে কেন্দ্র করেই এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে এলাকায় অভিযান চালাচ্ছে।