যার হাতে হাজারো মানুষ স্ব শিক্ষায় শিক্ষিত হয়েছেন,
সকলের প্রিয় মোঃ ওমর ফারুক সোহাগ স্যার, চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশীনগর ইউনিয়নের অলিপুর গ্রামের সন্তান । তিনি পেশায় একজন শিক্ষক হিসেবে বর্তমানে কাশীনগর বি.এম. হাই স্কুলে কর্মরত আছেন। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। মাত্র ৩২ বছর বয়সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তার AML ক্যান্সার শনাক্ত হয়। পরে ভারতে আরও দুটি পরীক্ষা করানো হলে AML (Acute Myeloid Leukemia) এবং FLT3 ধরা পড়ে। হাসি খুশি থাকা ব্যক্তিটি ৬ ফুটেরও বেশি উচ্চতা ও শত কেজিরও বেশি ওজন হারিয়ে বর্তমানে ৭০-৭৫ কেজি বা তারও কম ওজন নিয়েও সোহাগ স্যার ফিরে আসার মনোবল হারিয়ে যায়নি। ছোট্ট-ছোট্ট দুটি মাসুম বাচ্চার দিকে চেয়ে হলেও, তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে মনে করছেন এলাকাবাসী ও তার সহকর্মী এবং ছাত্র-ছাত্রীরা। এমতাবস্থায় তাঁর প্রয়োজন আপনাদের ভালোবাসা, দোয়া এবং মানবিক সাহায্য।
### ডাক্তারের নির্দেশনা অনুযায়ী
দ্রুত বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা জরুরি।
বোনম্যারো ট্রান্সপ্লান্টের আনুমানিক খরচ প্রায় ৬০-৭০ লক্ষ টাকা। তার ক্ষেত্রে Allogeneic ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যা খরচ সাপেক্ষ।
চিকিৎসা দ্রুত চালিয়ে যেতে বৃহৎ অর্থসংস্থানের প্রয়োজন। AML-এর “High Risk” স্তরের কারণে সময় নষ্ট না করে দ্রুত বোনম্যারো ট্রান্সপ্লান্ট করানোই একমাত্র সমাধান। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে পাশে থেকেছেন সোহাগ স্যার। এখন তিনি নিজেই বেঁচে থাকার লড়াইয়ে আমাদের সহযোগিতা কামনা করছেন।
### প্রয়োজনীয় অর্থ
ইতিমধ্যে নিজের শেষ সম্বল জায়গা জমি এবং সঞ্চয়ের সব অর্থ খরচ করে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে ৩০ লক্ষ টাকা। বর্তমানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৬০-৭০ লক্ষ টাকা।
তার পরিবার সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা সবাই যদি একসাথে এগিয়ে আসি, তাহলে আমাদের উসিলায় সোহাগ স্যারকে নতুন জীবনের আলো দিতে পারবো এবং তার মাসুম দুটি বাচ্চার মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ।
### সাহায্যের আহ্বান
আপনার ছোট্ট সাহায্যই হতে পারে জীবন বাঁচানোর কারণ! যারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে চান, অনুগ্রহ করে নিচের একাউন্টে দান করুন:
**MD OMAR FARUK SHOHAG**
**Ac No-20501210206198704**
**ROUTING NO-125191157**
**SWIFT CODE-IBBLBDDH121**
**ISLAMI BANK BANGLADESH PLC, CUMILLA BRANCH**
**OMAR FARUK SHOHAG**
**Ac No-0112007774987**
**ROUTING NO-100192597**
**SWIFT CODE-EXBKBDDH**
**EXIM BANK PLC, KASHINAGAR BRANCH**
**Bkash & Nagad (Self): 01616098032**
**Bkash & Nagad (Younger Brother): 01612938265, 01676000302**
⚠ শেয়ার করুন – আপনার একটি শেয়ার আরও অনেককে সাহায্য করতে অনুপ্রাণিত করতে পারে!
মোঃ ওমর ফারুক সোহাগ স্যারের জন্য সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।