মালয়েশিয়ায় দেবিদ্বারের এমপিকে প্রবাসীদের সংবর্ধনা
কুমিল্লা-৪ আসন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর স্ব-পরিবারে মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফর উপলক্ষে বিশেষ সংবর্ধনা দিয়েছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
গতকাল (১৩ মে) রাত ১০ টার সময় রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল লনসন প্লাজার লবিতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কে ফুলের তোড়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এ আর আনোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ আর মামুন, মালয়েশিয়াস্থ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকার।
প্রবাসীরা সংবর্ধনা দেওয়ার সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর সাথে সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী ও কন্যাদ্বয়। সংবর্ধিত হয়ে রাজী মোহাম্মদ ফখরুল প্রবাসীদের সাথে হাতে হাত মিলিয়ে করমর্দন করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। এসময় কুমিল্লা-৪ আসনের সংসদ এর সাথে দেবিদ্ধার সহ মেঘনা বিভাগের প্রবাসীরা এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, এ আর তোফাজ্জল, টাইম স্কয়ারের বিশিষ্ট ব্যবসায়ী পপি আক্তার, মোঃ কবির, মো. আরিফ, মো. শুভ, মো. সালাম, মো. দেলোয়ার হোসেন, । স্বেচ্ছাসেবক লীগ থেকে মো.ফরহাদ, মো.মেহেদী, মো.নয়ন শেখ, মো.সাজু, মো. চাঁনমনি, মো: মেশারফ, মো:শাকিল সহ আরো অনেকে।