নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের ও ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, রহিমপুর, মুরাদনগর-এর বিরুদ্ধে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অদ্য ৫ জুলাই ২০২৫ তারিখে, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) জনাব ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট) মোঃ লুৎফর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক শিশুদের জন্য বিপজ্জনক মানহীন আইসললী ও জেলী ড্রিংক উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে সেখান থেকে ৩ (তিন) ট্রাকভর্তি অবৈধ ও ভেজাল পণ্য জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান জানান, “এই ধরনের নিম্নমানের খাদ্যপণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
বিএসটিআই কুমিল্লা জেলা অফিস জানায়, ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।