নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার পঞ্চকিট্রি ইউনিয়নের বাহারচর গ্রামে সম্প্রতি এক হিন্দু নারীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার সামাজিক এবং আইনি প্রেক্ষাপট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ২৬ জুন রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দেয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ পাঁচ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সময়ে একই গ্রামের পূর্বপরিচিত মোঃ ফজর আলী (৩২) এর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীতে ফজর আলীর ছোট ভাই শাহপরান সঙ্গেও ভুক্তভোগীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার দিন রাতে ফজর আলী উক্ত নারীর ঘরে অবস্থানকালে শাহপরান ও আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর করে এবং সেই সময় ভিডিও ধারণ করে। গুরুতর আহত অবস্থায় ফজর আলীকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন, অর্থাৎ ২৭ জুন, ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। তবে পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ডাক্তারি পরীক্ষায় রাজি হননি।
এ ঘটনায় কুমিল্লা জেলা পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজর আলীকে আটক করা হয়েছে। পাশাপাশি অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তসাপেক্ষে এখন পর্যন্ত যে চিত্র ফুটে উঠেছে, তাতে ঘটনাটি মূলত ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক ঘনিষ্ঠতার ফলাফল বলেই প্রতীয়মান হচ্ছে। বলপ্রয়োগ, দরজা ভাঙচুর বা জোরপূর্বক ধর্ষণের কোন সন্দেহাতীত প্রমাণ এখনো পাওয়া যায়নি।
তথাপি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অশোভন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলের।