খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে মোতালেব (৪৮) কে বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে সদর দক্ষিণ মডেল থানায় অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর নির্দেশে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, উক্ত ডাকাত গত ১০বছর যাবৎ চট্টগ্রামে আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে ছদ্মবেশে বসবাস করতেন।
ঈদের পরে বাড়িতে আসার সংবাদ পেয়ে তাকে কৌশলে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কোতয়ালি মডেল থানার ১৯৯৭ সালের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।