বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আগামীকাল ১২ মে বিকেল ৩টায় নয়াপল্টনে যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে।
দলীয় এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি **আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন উপস্থিত থাকবেন।
সভায় সংশ্লিষ্ট জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।