কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের যৌথ বাহিনীর অভিযানে নির্যাতনে মৃত্যুর অভিযোগ করেছেন তার ভাই আবুল কালাম আজাদ টিপু।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২টায় যৌথ বাহিনীর সদস্যরা তৌহিদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরদিন সকালে পুলিশ ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তৌহিদুল ইসলামের ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, “গতরাত আড়াইটায় যৌথ বাহিনীর ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে যৌথ বাহিনী আমার ভাইকে নিয়ে বাড়িতে এক ঘণ্টা যাবৎ তল্লাশি চালায় এবং কোনো অস্ত্র না পেয়ে আবার নিয়ে যায়। দুপুরে পুলিশ আমাদেরকে ফোন করে জানায়, গোমতী বিলাসের কাছে আমার ভাই আহত অবস্থায় পড়ে আছে। আমরা প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তৌহিদুলের পরিবার সূত্রে জানা যায়, তার বাবা মোখলেছুর রহমান সরদার গত ২৬ জানুয়ারি মারা যান এবং তার কুলখানি ছিল শুক্রবার। এর আগেই তৌহিদুলের লাশ উদ্ধার হয়।
স্থানীয় যুবদল নেতাদের দাবি, পারিবারিক জমি নিয়ে বিরোধের কারণে পাশের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে তৌহিদুলকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। যুবদলের অন্যান্য নেতারাও তৌহিদুলের নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, যৌথ বাহিনী তাদের সকাল এগারোটায় জানায়, গোমতী নদীর গোমতী বিলাসে একজন আহত অবস্থায় পড়ে আছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।