1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
যৌথ বাহিনীর হাতে যুবদল নেতার নৃশংস হত্যার ঘটনায় : যুবদল সভাপতির নিন্দা ও প্রতিবাদ - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মামলা করে বিপাকে সাংবাদিক! ১০ লাখ টাকা চাঁদা দাবি আসামিদের মুরাদনগরে আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব -সন্তানের স্বীকৃতির দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার ৮ পরিবহন, আহত ১৫ এসপি নিজেই ইয়াবা ব্যবসায় জড়িত! ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন

যৌথ বাহিনীর হাতে যুবদল নেতার নৃশংস হত্যার ঘটনায় : যুবদল সভাপতির নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি :
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩২ Time View

জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলার অধীনস্থ আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর সদস্যরা নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়িতে তাঁর বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করা অবস্থায় রাত আড়াইটার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দিয়ে গতকাল শুক্রবার সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে যায়। সড়ক থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় পুলিশ তাঁকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথ বাহিনীর এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, যৌথবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এটি শুধু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকারের প্রতি চরম অবহেলার প্রকাশ।”

তৌহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং এজেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তার পিতার মৃত্যুর খবরে তিনি এলাকায় আসেন। গত শুক্রবার তার মরহুম পিতার কুলখানি আয়োজন করে তার কর্মস্থলে ফেরার কথা ছিল। এর আগেই বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনী তাকে আটক করে। মাত্র কয়েকদিন আগে, ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় যুবদল নেতা রহমানের যৌথবাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনাগুলো একটি উদ্বেগজনক ধারাবাহিকতা তৈরি করেছে, যা সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধীমত দমন করার ন্যাক্কারজনক অপচেষ্টা আমরা কখনোই মেনে নেব না।

আমরা এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি। এ ধরনের ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা এবং মানবাধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করি যা রাষ্ট্রের আইনের শাসন ও ন্যায়বিচারের ভিত্তিকে ধ্বংস করে দেয় এবং একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর ভাষায় সতর্কবার্তা দিচ্ছি, যেন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা প্রতিটি ব্যক্তির নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। তৌহিদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com