কুমিল্লার গোমতী নদীর তীর রক্ষা বাঁধ কেটে গোমতী চরে যেতে চলাচলের অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে। কারা এ কাজ করছে তা নিয়ে কেউ মুখ খুলছেনা। এ বিষয়ে গোমতী চরবাসী পানি উন্নয়ন বোর্ড ও কুমিল্লা আদর্শ সদর নির্বাহী বরাবর লিখিত অভিযোগও করেছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) কুমিল্লা গোমতীর চাঁন্দপুর ব্রিজের দক্ষিণ পাড় পূর্ব অংশটি কেটে একটি রাস্তা গোমতী চরের দিকে কে-বা কারা করে রেখেছে।
জানা যায়, গোমতীর বাঁধ রক্ষার্থে সরকার এ বাঁধ নির্মাণের পরও বন্যার সময় বাঁধ রক্ষা করতে হিমসিম খেতে হয়েছিলো। মাটি সরে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এখন গোমতীর নদীপথ ব্যবহারের জন্য বাঁধ কেটে ট্রাক্টরসহ চলাচলের অস্থায়ী রাস্তা করা হচ্ছে। চাঁন্দপুর ব্রিজের দক্ষিণ পাড় পূর্ব অংশটি বন্যায় তেমন ক্ষতি হয়নি। মূল অংশের রাস্তার সাথে লাগানো মাটি কেটে যেভাবে রাস্তা তৈরি হচ্ছে এতে মূল সড়কটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দল ও স্থানীয় নেতাসহ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের ম্যানেজ করে অসাধু কিছু লোক কোনো কিছুর তোয়াক্কা না করে রাস্তাটি রাতের আধাঁরে নির্মাণ করছে। এতে বাঁধ নষ্ট হচ্ছে। আমরা গোমতীর পাড়ে বসবাস করি। আবার যদি বন্যা হয় তাহলে এ বাঁধ ভেঙে যাবে। আমরা এর প্রতিকার চাই। যাতে এখানে পুনরায় মাটি দিয়ে রাস্তাটি বন্ধ করে বাঁধটি শক্ত করে মাটি ফেলে ঢালায় করে দেয়া হয়।
চানপুর আদর্শ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, আমরা চানপুরের স্থায়ী বাসিন্দা। গোমতী নদীর পাড় আমাদের নিকটবর্তী। এ পাড়ের কেউ ক্ষতি করতে চাইলে আমরাই প্রথমে ক্ষতিগ্রস্ত হব। যারা রাস্তার পাশের মাটি কেটে রাস্তা করছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, বেড়িবাঁধ কাটার বিষয়টি আমার জানা নেই। বাঁধের দায়িত্ব পুরোটাই পানি উন্নয়ন বোর্ডের। তারা আমাদের কিছু জানায়নি। বাঁধের ওপর একটি গাছ রোপণ করতে হলেও পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি নিতে হয়। তারা যদি আমাদের বিষয়টি অবহিত করত, অবশ্যই আমরা সহযোগিতা করতাম। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলব, তারা ব্যবস্থা নিবে।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছি। যারা রাস্তাটি নির্মাণের সাথে জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা হবে।
এদিকে, গেলো বন্যায় মানুষের ক্ষতি ও আতংক এখনও কাটেনি। স্থানীয় প্রভাবশালী মহল সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এখানে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোমতির পাড়ের বিভিন্ন কফি হাউজে মাদকের আখড়া বসে প্রতিনিয়ত। এসব কফি হাউজে বিগত সময়ে বহু মারামারি ও হত্যার ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর দাবি, কারা আবার এখানে যান চলাচলের ব্যবস্থা করে বিনোদন কেন্দ্র স্থাপন করতে চায়, তা তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।