মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বর্তমানে মহা সংকটে রয়েছেন। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি হিসেবে তার পদত্যাগ ও অপসারণ প্রশ্নে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বঙ্গভবনের সামনেও বিক্ষোভ থেকে তার পদত্যাগের জোরালো দাবি উঠেছে। নিরাপত্তা জোরদার করতে বিজিবির দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি কার্যত নজরবন্দি অবস্থায় রয়েছেন। বঙ্গভবনের বাইরে কী ঘটছে তা তিনি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর রাখছেন এবং বিশ্বস্ত দুয়েকজনকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তবে মঙ্গলবার থেকে রাষ্ট্রপতির দিকে কঠোর নজর রাখা হচ্ছে। বিশেষ করে তিনি কোথায় টেলিফোন করছেন, কার সঙ্গে কথা বলছেন তা নজরে রাখা হচ্ছে। তার লাল টেলিফোনটির ব্যবহার ক্ষেত্রেও সংকোচন করা হয়েছে।
বঙ্গভবনে যারা বিভিন্ন পদে চাকরি করছেন তাদের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব বজায় রাখা হচ্ছে। এমনকি তার প্রেস সচিবের টেলিফোনও নজরদারিতে রাখা হয়েছে। রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানার যোগাযোগের বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাষ্ট্রপতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিসি ক্যামেরা থাকলেও তার গতিবিধি অনুসরণ করার জন্য বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। রাষ্ট্রপতি এখন কী করবেন তা নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দেশের মানুষ তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না, এমন খবর ঘন ঘন তার কাছে যাচ্ছে। যে কারণে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং বুঝে উঠতে পারছেন না কী করতে হবে।
‘শারীরিক বা মানসিক অসামর্থ্যরে কারণে’ সংবিধানের ৫৩ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, সংসদ না থাকায় রাষ্ট্রপতিকে সংবিধান মেনে অভিসংশন বা অপসারণের সুযোগ নেই। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু স্পিকার আগেই পদত্যাগ করেছেন। আইনজীবীদের মতে, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ‘ডকট্রিন অব নেসেসিটি’ অনুযায়ী পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, যা প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন।