বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “বর্তমান জাহেলিয়াতপূর্ণ সমাজকে আলোকিত করার একমাত্র পথ হলো রাসূল (সা.)-এর আদর্শকে মেনে চলা। তিনি মানবতার জন্য আদর্শ জীবন ও সাম্যের উদাহরণ স্থাপন করেছেন, যা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক।”
১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মহি উদ্দীন রনির সঞ্চালনায় মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। এছাড়াও বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল হাশেম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “রাসূল সাঃ আমাদের জন্য একমাত্র সর্বোত্তম আদর্শ। তিনি আরবের জাহেলিয়াতের অন্ধকারকে দূর করে ইনসাফ, ন্যায় এবং মহানুভবতার উদাহরণ স্থাপন করেছেন। তাঁর দয়া ও ক্ষমাশীলতা আজও আমাদের জন্য এক অনন্য শিক্ষার উৎস। তিনি ছিলেন দয়ার আধার, রহমাতুল্লিল আলামীন। অসীম মমতার সঙ্গে তিনি কাফেরদের ক্ষমা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সাম্য ও ন্যায়ের ভিত্তিতে গোটা বিশ্বকে একটি আলোকিত সমাজ উপহার দিয়েছেন।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক আন্দোলনে শহীদ ও আহত ভাইয়েরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারগুলোর চাওয়া হলো ন্যায়-ইনসাফপূর্ণ একটি সুখী ও দুনীতিমুক্ত বাংলাদেশ। আমাদের কাজ হবে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায়ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে অবিচল থাকা।”
মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন আবির, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী ইয়াছিন মজুমদার এবং ২১৮তম শহীদ সাহাব উদ্দীন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী।
অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতি ও সেক্রেটারিসহ জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।