কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে মহিলাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। শনিবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল গ্রামের মোঃ আলাল মিয়ার ছেলে আহম্মদ হৃদয় হাসান (২২) এবং একই জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের মনু মিয়ার মেয়ে মোছাঃ রেখা বেগম (২৩)।
অপরদিকে আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরগুনার সদর থানার ছোট ঘড়ি চেন্না গ্রামের মোঃ সুলতানের ছেলে আনিসুর রহমান (৩০) এবং একই গ্রামের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে মোঃ পান্না (৩৫)।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।