কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানল মেয়র আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. সোহেল ও তার কার্যালয়ে থাকা এক সহযোগী হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় বেরিয়ে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য। কার্যালয়ে ঢুকে বৃষ্টির মতো গুলিবর্ষণের চিত্র ধারণকৃত সিসিটিভির ফুটেজ এবং একাধিক আলাতম সংগ্রহ করে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনার ক্লু উদঘাটনে কাজ করছেন।
কিলিং মিশনে হামলাকারীদের প্রধান টার্গেট ছিলো কাউন্সিলর সোহেল। আর হরিপদ সাহা কাউন্সিলর সোহেলের সঙ্গে দেখা করতে এসে সন্ত্রাসীদের সেই মিশনে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই কিলিং মিশনে অংশ নিয়েছিলেন ৫জন। তাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া ব্যক্তিদের পরিচিত। সন্ত্রাসীদের প্রত্যেকের মুখে মুখোশ, মাথায় হেলমেট ও পরনে কালো পোশাক ছিলো। তারা র্যাবের সদস্য পরিচয় দিয়ে গুলি চালাতে শুরু করে।
স্থানীয় একাধিক দায়িত্বশীল ব্যক্তি ও পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে,- পুরনো ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য, মাদক ও গোমতী নদীর মাটি, বালুর ব্যবসায়ীক দ্বন্দ্বে পূর্ব পরিকল্পিতভাবে দিনের আলোতে নগরীর পাথরিয়াপাড়া কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা কাউন্সিলর সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ঠিক তখন ওই কার্যালয়ে কাউন্সিলর সোহেলের সঙ্গে বসা ছিলেন নিহত সহযোগী হরিপদ সাহা, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি সহযোগী মো. বাদল (২৬), ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিয়ষক সম্পাদক এডভোকেট সোহেল চৌধুরীসহ মোট ৬জন।
কিলিং মিশনে বেঁচে ফেরা গুলিবিদ্ধ হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন মো. বাদল দিয়েছেন ঘটনার চাঞ্চল্যকর তথ্য। বাদল জানায়, প্রতিদিনের ন্যায় পাথরিয়াপাড়া কাউন্সিলর সোহলের অস্থায়ী কার্যালয়ে ছিলাম। বিকেল বেলায় সোহেল ভাই অফিসে আসলে একসাথে বাহিরে ঘোরাফেরা করি। সোমবার বিকেলেও তার ব্যতিক্রম ঘটেনি। কার্যালয়ে কাউন্সিলর সোহেল ভাই, আমিসহ আমরা ৬জন বসে কথা বলছি। বাহিরে ঘুরতে বের হওয়ার প্রস্তুতি নিবো, ঠিক এমন সময় পিস্তল হাতে মুখে মুখোশ, মাথায় হেলমেট এবং পরনে কালো পোশাক পরিহিত অবস্থায় কার্যালয়ে প্রবেশ করে। তারা ৫জন। আমাদেরকে র্যাবের সদস্য পরিচয় দিয়েই প্রথমে কাউন্সিলর সোহেল ভাইয়ের মাথায় গুলি চালায়। পরে বিচ্ছিন্নভাবে আমাদেরকেও লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালায়। সোহেল ভাই মাঠিতে পড়ে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
কিলিং মিশনে প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ বাদলের অভিযোগ, গুলি চালানোর সময় সন্ত্রাসীরা কথা বলেছেন। তাদের কথা বলার কন্ঠ শুনে কিলিং মিশনে থাকা দুইজনকে চিনতে পেরেছেন। তারা হলেন, কুমিল্লার নগরীর নবগ্রামের মৃত জানু মিয়ার ছেলে শাহ আলম ও তার সহযোগী একই এলাকার জেল সোহেল। শাহ আলমের কন্ঠ বাদলের পরিচিত এবং জেল সোহেল কথা বলার মাঝে মাঝে তোতলামির সমস্যা রয়েছে। বাকী তিনজনকে অপরিচিত ছিলেন।
বাদল আরও জানান, কিলিং মিশনে গুলিবিদ্ধ হয়ে যখন আমি পাশে পড়ে ছিলাম তখন শাহ আলম কাউন্সিলর সোহেলের মৃত্যু নিশ্চিত করার জন্য বুকে শেষ গুলিটি করে একটি লাথি মেরেছেন। এরপর হালকাভাবে মুখের মুখোশ উঁচু করে বলেছেন, সোহেল আমি শাহ আলম দেখে যা।
অভিযোগ, অভিযুক্ত এই শাহ আলম ও তার সহযোগী জেল হোসেল মাদক ব্যবসা থেকে শুরু নানা অপরাধ কর্মকান্ডে জড়িত রয়েছেন। গত কিছুদিন পূর্বে সাব্বির নামে শাহ আলমের এক সহযোগী নগরীর পাথরিয়াপাড়া এলাকায় ডাকাতি চালায়। এই ডাকাতির ঘটনায় কাউন্সিলর সোহেল স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে এসব কারণে কাউন্সিলর সোহেলের উপর শাহ আলমের ক্ষোভ তৈরি হতে পারে।
নগরীর পাথরিয়াপাড়ার ছেলে, বুড়ো ও একাধিক নারীর সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্সিলর সোহেলের জনপ্রিতায় ঈর্ষান্বিত হয়ে এবং পূর্বে নানান দ্বন্দ্বে পূর্ব পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে হঠাৎ কার্যালয়ের সামনে গোলাগুলির বিকট শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্বচক্ষে দেখতে যে এগিয়ে এসেছেন তাকেই সন্ত্রাসীরা ফাঁকা গুলি করেছেন। কিলিং মিশন শেষে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক তৈরি করতে ককটেল ফাটিয়েছেন।
এদিকে গুলিবিদ্ধ বাদনের অভিযোগে উঠে আসা কাউন্সিলর সোহেলসহ ডাবল মার্ডারে নেতৃত্ব দেওয়া অভিযুক্ত শাহ আলম ও জেল সোহলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, স্থানীয়দের দেওয়া অভিযোগে উঠে আসা অভিযুক্ত শাহ আলম ও তার সহযোগীর কাউন্সিলর সোহেলসহ ডাবল মার্ডারে সম্পৃক্ততা আছে কিনা তা ভেরিফাই করে দেখছে পুলিশ। তবে কার্যালয়ে গুলি চালানো আলামত ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটির কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও সহযোগী হরিপদ সাহা প্রাণ হারানোর খবর ছড়িয়ে পড়লে নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। একদল হামলাকারী নগরীর পাথরিয়াপাড়া ও সুজানগর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে তারা শতাধিক বাড়ি-ঘর, অফিস ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ সময় আতঙ্কে সুজানগর পূর্বপাড়া এলাকায় শাহিনুর ইসলাম (৬০) নামে এক ব্যক্তি প্রাণ হারান বলে অভিযোগ উঠেছে। মারা যাওয়া শাহিনুর কুমিল্লার বাখরাবাদ গ্যাস অফিসের কর্মচারী।
শাহিনুরের বড় ছেলে মো. সানজিদ বলেন, রাতে কাউন্সিলর সোহেল মারা যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি লাঠিসোঁটা হাতে সুজানগরে হামলা ও ভাঙচুর শুরু করে। সুজানগর পূর্বপাড়া এলাকার প্রায় শতাধিক বাড়ি-ঘর, দোকানপাট ও অফিস ভাঙচুর করেন তারা। হামলার সময় বাবা বাসায় ছিলেন। তিনি হামলা-ভাঙচুরের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুমিল্লা নগরীর ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সিটি কাউন্সিলরকে হত্যার ঘটনায় পাথরিয়াপাড়া ও সুজানগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাথরিয়াপাড়া কাউন্সিলর সোহেলের কার্যালয়ের সামনে স্থানীয় উৎসুক জনতার ভিড় অব্যাহত রয়েছে। তবে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) আব্দুর রহমান বলেন, কুমিল্লার কাউন্সিলর সোহেলসহ ডাবল মার্ডারের ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এখনও পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় রাতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটলেও কোন অভিযোগ নেই। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।