বিষয়টি কি খুব প্রাসঙ্গিক ছিল?
কার্যত মৃত ও অপ্রাসঙ্গিক বিষয়কে আচমকা কেন প্রাসঙ্গিক করে তোলা হলো? কেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের হার্ডকপি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আছে কি নাই, হঠাৎ অনেক বড় ইস্যু? তবে কি ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে? দেশের মানুষের জন্য প্রতিদিনের যে সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা কি তবে সাময়িকভাবে হলেও চাপা পড়বে? পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কম আলোচনা হবে মিডিয়াতে, টকশোতে? অনেক প্রশ্ন, কে উত্তর দেবে?
রাষ্ট্রপতির বক্তব্য ও বিতর্কের সূত্রপাত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ৫ আগস্ট সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানকে পেছনে দাঁড় করিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সাংবিধানিকভাবে যিনি রাষ্ট্রের প্রধান তিনি যখন ভাষণে সারা জাতিকে জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন আড়াই মাস পরে তার হার্ডকপি খোঁজা কি শুধুই কাকতালীয়!
মতিউর রহমান চৌধুরীর মন্তব্য
খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক মতিউর রহমান চৌধুরী যেহেতু বিষয়টি সামনে এনেছেন, সেহেতু একে হালকা করে দেখাও ঠিক হবে না। যদিও রাষ্ট্রপতির কার্যালয় স্পষ্ট করেই বলেছে শেখ হাসিনার পদত্যাগ একটি মীমাংসিত ইস্যু। এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। এমনকি মতিউর রহমান চৌধুরীও গণমাধ্যমের সঙ্গে আলোচনায় বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি একটি বই লেখার কাজ করছেন এবং তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের হার্ডকপি খুঁজছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য
আইন উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে চাছাছোলা মন্তব্য করেছেন। বলেছেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। যা শপথ লঙ্ঘনের শামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অবিলম্বে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেছেন। এভাবে বিভিন্ন মহলে রাষ্ট্রপতির পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ খোদ অন্তবর্তী সরকারও।
উপদেষ্টা পরিষদের বৈঠক ও ভবিষ্যৎ
আমাদের প্রতিনিধি সরকারের একাধিক মহলে খোঁজ নিয়ে জানতে পেরেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে আলোচনা হবে। তবে কি চারিদিকে যে গুঞ্জন রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করানো হবে? ড. ইউনূস রাষ্ট্রপতির দায়িত্বও নেবেন? চারিদিকে এমন নানা আলোচনা আছে।
ব্যারিস্টার সারওয়ারের মতামত
আমাদের প্রতিনিধি কথা বলেছিল আইনজ্ঞ ব্যারিস্টার সারওয়ারের সঙ্গে। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি সত্যিই মিথ্যাচার করে থাকেন তাহলে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ব্যারিস্টার সারওয়ার মনে করেন, পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের হার্ডকপি-সফটকপি ইস্যু তোলা অবান্তর। তার মতে, রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুর সরে যাওয়া উচিত।
উপসংহার
যে বিতর্ক আচমকা শুরু হয়েছে তা কি সহসাই থামবে? পুরো মেয়াদ থাকতে পারবেন সাহাবুদ্দিন চুপ্পু? নাকি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সহসাই রাষ্ট্রপতি পদেও দেখা যাবে? না-কি অন্য কাউকে দেখা যাবে রাষ্ট্রপতির পদে? দেখা যাক কী হয়!