কুমিল্লা জেলায় নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী কাইমুল হক রিংকু। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) নিয়োগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কুমিল্লার আদালতপাড়ায় শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত পিপির ছবি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কাইমুল হক রিংকু কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ভাই এবং কুমিল্লার আদালতের সিনিয়র আইনজীবী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং বাঁ পাশে তার স্ত্রী আফরোজা জেসমিন টিকলি রয়েছেন। তাদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন কাইমুল হক রিংকু।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাইমুল হক রিংকুকে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয়া হয়। পাশাপাশি তারেক আব্দুল্লাহকে সরকারি কৌঁসুলি এবং মাহবুবুল হক খন্দকারকে এপিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ১২৮ জনকে অতিরিক্ত পিপি ও এপিপি, অতিরিক্ত জিপি ও এপিপি নিয়োগ করা হয়েছে।
এদিকে, শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত জেলা পিপি কাইমুল হক রিংকুর ছবিটি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন। সাইফ উদ্দিন নামে একজন মন্তব্য করেছেন, “চলেন সবাই পিও অভিভাবক শেখ হাসিনাকে ফিরিয়ে আনি। বিগত সময়ে কুমিল্লা যারা খুনি বাহারের সঙ্গে ভাগ-বাটোয়ারা করেছিল, তারা কীভাবে দায়িত্ব পায়?” তিনি দাবি করেন, এই ধরনের নিয়োগের মাধ্যমে ত্যাগীদের অবমূল্যায়ন হচ্ছে।
আরেকজন, মেহেদী হাসান মন্তব্য করেন, “বিএনপি বহির্শত্রুর চেয়ে ঘরোয়া শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।”
জাহাঙ্গীর আলম নামের একজন লিখেছেন, “অনেক নেতাই কুমিল্লায় অবহেলিত।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ফারুক আহমেদ বলেন, “যারা ত্যাগ করে তারা কিছুই পায় না। হাইব্রিডরাই লাভবান হয়।” তিনি বলেন, কাইমুল হক রিংকু গত তিন সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কুর নির্বাচনি প্রধান এজেন্ট ছিলেন। এই ধরনের ব্যক্তিদের জেলা পিপি হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম মিঠু বলেন, “এখন বিএনপি ক্ষমতায় নেই, তাই ত্যাগীদের মূল্যায়ন হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে, কিন্তু তারা পেয়েছেন।”
কুমিল্লার আদালতের সিনিয়র আইনজীবী এএইচএম তাইফুর আলম বলেন, “এরা হলেন ‘পলিটিক্যাল বেনিফিসিয়ারিজ অব কুমিল্লা’। তাদের ভাগ্য কেমন, ভাবুন। আওয়ামী লীগ সরকারের সময় তাদের ভাই স্থানীয় এমপির সঙ্গে মেয়র হয়েছেন। কিন্তু তারাই আবার সুবিধা নিচ্ছে।” তিনি আরো বলেন, “পিপি নিয়োগের জন্য মন্ত্রণালয়ের যে প্রক্রিয়া ছিল, এবারে তা দেখা যায়নি। তদবিরের মাধ্যমে নিয়োগ হয়েছে।”