নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোঃ শাফি। মাদক ও অবৈধ মাটিকাটার বিরুদ্ধে রিপোর্ট করার কারণেই তাঁর উপর এ বর্বরোচিত হামলা চালায় সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল। এ ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লার দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাংবাদিক মোঃ শাফিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং কুরবানীর জন্য গরু ক্রয়ের সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিক জানান, গোমতী নদীর আইল ও আশপাশ এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে আসছিলেন এবং সম্প্রতি সেখানে মাটিকাটার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এ কারণেই দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
ঘটনার দিন তিনি কুরবানির গরু কেনার উদ্দেশ্যে বাবুবাজার যাচ্ছিলেন। পথে দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব ও তাঁর ছেলে সায়িমসহ অজ্ঞাত আরও ৪-৫ জন একত্রিত হয়ে গোমতির আইল এলাকায় তার পথরোধ করে। পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ফেলে পিটিয়ে মারাত্মক জখম করে ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং একাত্মতা প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক শাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা রিপোর্টার্স ক্লাব এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।
আহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”
এই নৃশংস ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানী রিপোর্ট করে যারা সমাজের অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এমনটাই মনে করছেন সংবাদকর্মীরা।