কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে অস্থায়ী গরুর হাট বসানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোরবানি ঈদ উপলক্ষে কোনো স্কুল-মাদ্রাসার মাঠ বা জনবহুল সড়কের পাশে অস্থায়ী গরুর হাট বসানো নিষিদ্ধ। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন স্থানীয়দের সতর্ক করে বলেছেন, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হক নির্বাহী অফিসারের নির্দেশনা উপেক্ষা করে শ্রীপুর মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর কার্যক্রম শুরু করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যা যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা বলছেন, স্কুল মাঠে গরুর হাট বসানোর ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিতসহ জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের হাট-বাজার আইন, ২০২৩ অনুযায়ী, অনুমোদিত স্থান ছাড়া অন্য কোথাও অস্থায়ী গরুর হাট বসানো বেআইনি। এছাড়া হাইওয়ে আইন, ২০২১ অনুসারে, জনবহুল সড়কের পাশে গরুর হাট বসানো নিষিদ্ধ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এই পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে জনসাধারণ।
ইজারাদার আবদুল হক বলেন, মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরবানির গরুর হাট বসানোর জন্য উপজেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে, অনুমতি পেলে স্কুল মাঠেই হাট বসাবো।
মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু তাহের মজুমদার, স্কুল মাঠে গরুর বাজার বসানোর এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এবিষয়ে মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার ফজলুর রহমান মজুমদার বলেন, উপজেলা প্রশাসন যদি স্কুল মাঠে হাট বাসানোর অনুমতি না দেয় তাহলে কারো বসানোর এখতিয়ার নেই।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসেন বলেন, কোন স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। চৌমুহনী বাজারের গরুর হাট মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ে বসানোর বিষয়ে আমার কাছে কোন দরখাস্ত আসেনি। দরখাস্ত করলেও কোন অনুমতি দেওয়া হবে না।