কুমিল্লার লাকসাম উপজেলার সাংবাদিক আবদুল কাদের অপু ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় চার চাঁদাবাজ ও অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার এক গণমাধ্যম কর্মীর কাছে AI সফটওয়্যারের মাধ্যমে মাদক সেবনের ছবি দিয়ে ৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা দাবী করা হয়। এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
লাকসাম জংশনের দক্ষিণে আরজু প্রকাশ মফিল নামক এক নারী মাদক ও দেহ ব্যবসায়ীকে দিয়ে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো এই চাঁদাবাজরা। সাংবাদিক আবদুল কাদের অপু যখন এই খবর প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তারা টের পেয়ে তার সংবাদের পথরোধ করে।
এক পর্যায়ে, স্যোশাল মিডিয়া থেকে তার ব্যক্তিগত ছবি নিয়ে ইন্টারন্যাশনাল সফটওয়্যার AI দিয়ে ৫ সেকেন্ডের ইয়াবা সেবনের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা দাবী করলে সাংবাদিক আবদুল কাদের অপু চাঁদা দিতে অস্বীকার করেন এবং কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা অফিসে অবগত করে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাংবাদিক আবদুল কাদের অপু জানান, জিডি করার পর লাকসাম প্রেসক্লাবের আহবায়ক তাকে জিডি উঠানোর জন্য বলেন। তবে তিনি তা প্রত্যাখান করেন।
চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের আইনজীবী শাখাওয়াত জানান, তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা ভিডিও ভাইরাল করে সমাজে হেয়পতিপন্ন করায় মামলা দায়ের করা হয়েছে।
সচেতনতার বার্তা: AI প্রযুক্তির অপব্যবহার থেকে সতর্ক থাকুন। ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখুন এবং সন্দেহজনক কার্যকলাপের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।