1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪৮ Time View

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য বাধা পেয়েও আপসহীন ভূমিকা পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অনেকে প্রাণও হারিয়েছেন। আধুনিক, সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও গত ১৬/১৭ বছরে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কম হয়নি। রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়মের সংবাদ প্রকাশ হলেই মিডিয়া ও প্রতিনিধিদের ওপর হামলা, মামলার খড়গ নেমে আসতো।
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদের ওপর হামলা হতো। বিগত সময়ে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির মুখোমুখি হতে হয়নি বলেই তারা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা প্রতিবন্ধকতা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের ঐক্য হতে দেয়নি, বা ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত। আজকের বাংলাদেশ প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ও ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সাংবাদিকদের যার যার প্ল্যাটফরম থেকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ কলমের শক্তি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে হাতিয়ার হয়ে গর্জে উঠবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতিত সাত সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিক নেতারাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন কনক।
অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার ও নির্যাতিত সাত সাংবাদিক একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক মানবকণ্ঠের তরিকুল ইসলাম তরুন, দৈনিক পূর্বাশার মো. মনির হোসেন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরাপার্সন সাইফুর রহমান সোহাগকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন গ্লোবাল টিভির সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. সহিদ উল্লাহ, দেশ টিভির সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com