নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একাধিক মামলার কার্যক্রম থামিয়ে দিতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র বিভিন্ন সময় নানা ধরনের হুমকি, সশস্ত্র হামলা ও সাইবার অপরাধে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক মওদুদ বর্তমানে “মানবাধিকার খবর” এর কুমিল্লা ব্যুরো চীফ এবং “দৈনিক বাংলা নিউজ” এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের আগস্ট ও নভেম্বর মাসে কুমিল্লা জজ কোর্ট এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন সাংবাদিক মওদুদ। এসব মামলায় নামীয় ৮ জন এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তদের মদদদাতা এবং চক্রান্তকারী একটি চক্র মামলা প্রত্যাহার করাতে সাংবাদিক মওদুদকে একের পর এক ভয়ভীতি ও অপপ্রচারের মুখোমুখি করছে।
সাম্প্রতিক সময়ে ছদ্মবেশী দুই মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী মওদুদ আব্দুল্লাহ শুভ্রের ওপর হামলার চেষ্টা করে। তিনি গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পান। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অপরাধীরা বারবার কৌশল পাল্টে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
চক্রটি পুরুষ ও নারী সদস্যদের সমন্বয়ে একটি সিন্ডিকেট তৈরি করে, যারা সাংবাদিক মওদুদকে অনুসরণ করে, তার বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক অপপ্রচার চালায় এবং সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করে আসছে। এমনকি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিক মওদুদের ফেসবুক আইডি এবং সংশ্লিষ্ট পেজ হ্যাক করে তার ছবি ও ভিডিও এডিট করে রিল বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এছাড়া তার ব্যবহৃত ফোন নম্বরে কল দিয়ে ও সরাসরি দেখা করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র এসব বিষয়ে প্রমাণসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ জিডি করেন। পুলিশ তদন্ত করে এসব অভিযোগকে আমলে নিয়ে প্রসিকিউশনের মাধ্যমে কুমিল্লা জজ কোর্টে পাঠায়।
এছাড়া সাংবাদিক মওদুদ তার দায়ের করা মামলা ও জিডির কপি সংযুক্ত করে লিখিতভাবে অভিযোগ দেন কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, “আমি শুধুমাত্র সত্য প্রকাশের দায়িত্ব পালন করছি। কিন্তু অপরাধী চক্র চায় না সেসব প্রকাশ হোক। তারা চায় আমাকে মামলা তুলে নিতে বাধ্য করতে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।