সদ্য প্রয়াত লাকসাম মনোহরগঞ্জের বিএনপির সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল অব. এম আনোয়ারুল আজিম এবং উপজেলা জামায়াতের সাবেক আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল মজিদের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে সদ্য প্রয়াত বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিমের কবর জিয়ারতে বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ছুটে যান উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুন্নবী, সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, কেফায়েত উল্লাহ কাশফি, উপজেলা যুবদল নেতা হাসান পাটোয়ারীসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে উপজেলার লাউলহরী গ্রামে জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা আবদুল মজিদের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাত করে মাগফিরাত কামনা করা হয়।