কুমিল্লা সিটি ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা মোঃ মশিউর রহমান শরিফ কুমিল্লায় বেশ জনপ্রিয় ব্যক্তি। তিনি সৎ, আদর্শবান এবং বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি সাবেক এমপি বাহারের জিম্মি দশা থেকে মুক্তি পেলেও দোসরদের ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
মশিউর রহমান শরিফ সাংবাদিকদের বলেন, কুমিল্লার দানব এমপি বাহার পরিবারের কাছে তিনি জিম্মি ছিলেন। ৫ আগস্টের পর স্বাধীনভাবে তার প্রিয় নেতা, রাজনৈতিক অবিভাবক এবং মানবিক সংগঠক “বিবেক” প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু ভাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ হওয়ার পর সাবেক এমপি বাহারের দোসররা তার বিরুদ্ধে উঠেপড়ে লাগেন।
এমপি বাহার যখন তাকে চারপাশ ঘিরে ধরে হত্যা মামলায় আসামি করে কারাগারে পাঠান, তখন তিনি সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর কর্মী ছিলেন। সাক্কু ছিলেন আওয়ামী লীগের অবৈধ এমপি বাহারের মহানগর উন্নয়নের সহযোগী। যেহেতু এমপি বাহারের একনিষ্ঠ কর্মী যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ কূটকৌশলে তাকে (শরিফ) কে মিথ্যা হত্যা মামলার আসামি করেন, এজন্য একরাশ অভিমান নিয়ে তিনি দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানান।
এমপি বাহারের মেয়ে মেয়র নির্বাচনে শরিফের ওয়ার্ডে বিপুল ভোটে হেরে ক্ষীপ্ত হয়ে বাহার কন্যার সন্ত্রাসী বাহিনী তাকে হত্যা করার জন্য খুঁজতে থাকে। কোটি টাকার ব্যবসা রাস্তায় নামে এবং তার নেতা সাক্কুর নিরবতা তাকে বাধ্য করে দল ছাড়তে। দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর তার প্রিয় রাজনৈতিক অভিভাবক ইউসুফ মোল্লা টিপু আশ্বাস দিয়ে তার পাশে দাঁড়ান। এজন্য তিনি আবারও টিপুর সাথে রাজনীতিতে সক্রিয় হয়ে মাঠে কাজ শুরু করেন।
দলীয় গ্রুপিং ও এমপি বাহারের বাধ্যতামূলক আচরণ সবকিছু মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিতে হয়েছে। এখন সাক্কু ও বাহার গ্রুপের লোকজন তার ও তার নেতা টিপুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পুরনো ভিডিও কাটছাঁট করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যারা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটছাঁট ভিডিও ভাইরাল করেছে, ইতোমধ্যে তিনি তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি সব কিছুর জবাব আইনিভাবে দেবেন।