কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট বিকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির অভিযোগে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের ছাত্র আবু রায়হান। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রীপদ্দী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
এ মামলায় সাবেক এমপি বাহার ছাড়াও আরও যাদের আসামি করা হয় তারা হলেন, ১। আ.ক.ম বাহাউদ্দিন বাহার (সাবেক এম.পি) (৬৫), পিতাঃ মৃতঃ মোঃ আব্দুস সালাম, ঠিকানাঃ মুন্সেফ বাড়ী, আদর্শ সদর, কুমিল্লা, ২। তাহসীন বাহার সূচনা (সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন) (৪০), পিতাঃ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ঠিকানাঃ মুন্সেফ বাড়ী, আদর্শ সদর, কুমিল্লা,৩ । মাহাবুব আলম (অস্ত্রধারী) (৫০), পিতাঃ মৃতঃ রতন মিয়া, সাং- উজির দিঘির পাড়, ৪। আব্দুল হাই বাবলু (৫৫), পিতাঃ অজ্ঞাত, সাবেক উপজেলা চেয়ারম্যান, সদর দক্ষিণ উপজেলা, ৫। আমিনুল ইসলাম টুটুল (অস্ত্রধারী) (৫৪), পিতাঃ রফিকুল ইসলাম, ঠিকানাঃ ধর্মপুর, কোতয়ালী, সদর উপজেলা চেয়াম্যান, কুমিল্লা, ৬। আতিকুল্লাহ খোকন (৬০), মহানগর আওয়ামীলীগ সেক্রেটারী, পিতাঃ মৃতঃ নুরুল ইসলাম, ঠিকানাঃ ঝাউতলা, কোতয়ালী, কুমিল্লা, ৭। জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪০), (লুইচ্চা সোহাগ) (অস্ত্রধারী), পিতাঃ মোঃ শাহজাহান চৌধুরী, সাং-চরানল, থানাঃ বুড়িচং, বর্তমানে, গোমতী রিভারভিউ, কাপ্তানবাজার, কোতয়ালী, ৮। এ এম এম মহিন (অস্ত্রধারী) (৪২), পিতাঃ আব্দুর রশিদ, সাং- খয়রাবাদ (গঙ্গামন্ডল), থানাঃ দেবিদ্বার, বর্তমানে, আনোয়ার হাউজিং, শাসনগাছা, কোতয়ালী, ৯। মোঃ খোরশেদ আলম (৫৫), পিতাঃ মোঃ আব্দুল খালেক, সাং- শান্তিমহল, গর্জনখোলা, কোতয়ালী, ১০। রফিকুল ইসলাম হিরা (অস্ত্রধারী) (৫৫), পিতাঃ মৃতঃ মোঃ আনু মিয়া, সাং উত্তর লাকসাম,থানাঃ লাকসাম, বর্তমানে, জি-৭ কসবা হাইজ, রাণীর দিঘী উত্তর পাড়, কোতয়ালী, ১১। কাজী শাকিল উদ্দিন আহমেদ (৪৫), পিতাঃ মৃতঃ কাজী গিয়াস উদ্দিন আহমদ, সাং- সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কোতয়ালী, ১২। আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ওরফে চিকা শহীদ (৪৮) (যুবলীগ আহবায়ক কুমিল্লা মহানগর), পিতাঃ মেতু মিয়া, ঠিকানাঃ মুরাদপুর,কুমিল্লা, ১৩। মোঃ জহিরুল ইসলাম রিন্টু (অস্ত্রধারী) (৪৫), স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, ঠিকানাঃ ইসলামপুর রোড, কুমিল্লা, ১৪। সাদিকুর রহমান পিয়াস (সেচ্ছাসেবকলীগ সেক্রেটারী) (৪০), পিতাঃ জুলু মিয়া, ঠিকানাঃ ঝাউতলা, ১৫। হাবিবুর রহমান আল আমিন সাদী (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ বকু মিয়া, ঠিকানাঃ ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, ১৬। সালেহ আহমেদ রাসেল (অস্ত্রধারী) (৪৫), যুব ক্রিড়া সম্পাদক, পিতা ঃ মৃতঃ সেকান্দার আলী মাষ্টার, ঠিকানা ঃ সাং- জামিরা, থানাঃ লালমাই, বর্তমান সাং- ঠাকুরপাড়া (আলিফ টাওয়ার, মদিনা মসজিদ), ১৭। নাইমুল হক হিমেল (৩৫), পিতাঃ মৃতঃ আশ্রাফ কন্ট্রাক্টর, ঠিকানাঃ বাদুরতলা (মসজিদ গলি) কোতয়ালী, কুমিল্লা, ১৮। সরকার মাহমুদ জাবেদ (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ এড.আব্দুর রউফ, ঠিকানাঃ ৩নং ওয়ার্ড কাউন্সিলর, ১৯। আমিনুল ইকরাম (মাদক ব্যবসায়ী) (৪৩), পিতাঃ রেজাউল করিম ওরফে রমজান মিয়া, ঠিকানাঃ মাষ্টার ভিলা, চানপুর শুভপুর, সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর, ২০। জমির উদ্দিন খান জম্পী (৬০), পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ ৯নং ওয়ার্ড কাউন্সিলর, ২১। গোলাম সারওয়ার শিপন (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ শাহীন মিয়া, ঠিকানাঃ ২নং ওয়ার্ড কাউন্সিলর, ২২। সৈয়দ রায়হান (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ আবির আহমেদ ফটু ঠিকানাঃ মোগলটুলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর, ২৩। বিশ্বজিৎ বল বসু (৫২), পিতাঃ মৃতঃ রনজিৎ বল বসু, সাং- গাংচর, পানপট্টি, ২৪। জহির কামাল (৫২) (মুরগী জহির) (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ আলী নওয়াব মিয়া, ঠিকানাঃ দক্ষিণ ঠাকুর পাড়া, ৮নং ওয়ার্ড, ২৫। আবুল হোসেন ছোটন (৪১), , পিতাঃ আবুল কাশেম, ঠিকানাঃ বিষ্ণুপুর মৌলভী পাড়া ১নং ওয়ার্ড, ২৬। মুফাসসির হোসেন রবিন (৪০), পিতাঃ শানু মিয়া, ঠিকানাঃ বিষ্ণুপুর মধ্যমপাড়া, কুমিল্লা, ২৭। অভি (৩৫), পিতাঃ ইট কামাল, ঠিকানাঃ বিষ্ণুপুর মধ্যমপাড়া, কুমিল্লা, ২৮। আমজাদ হোসেন পাভেল ওরফে মাওরা পাভেল (৪০) (অস্ত্রধারী), পিতাঃ বাবুল মিয়া, ঠিকানাঃ চানপুর শুভপুর,কুমিল্লা, পিতাঃ ঠিকানাঃ সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান, কুমিল্লা, ২৯। রাসেল (৪৪), ঠিকানাঃ ঠাকুরপাড়া ৮নং ওয়ার্ড (মদিনা মসজিদ), ৩০। নূর মুহম্মদ সোহেল (৩৫) – ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মহানগর, পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ কোতয়ালী, কুমিল্লা, ৩১। মোশারফ হোসেন মুন (৩৭) – ছাত্রলীগ সেক্রেটারী, পিতাঃ আদম আলী, ঠিকানাঃ ২১ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন ৩২। আব্দুল আজিজ সিহানুক (৩৭) – সাবেক ছাত্রলীগ আহবায়ক, পিতাঃ মৃতঃ হেলাল উদ্দিন, ঠিকানাঃ মুন্সেফ বাড়ী, মসজিদের পশ্চিমে,আদর্শ সদর,কুমিল্লা, ৩৩। আব্দুর সাত্তার (৪৫), পিতাঃ মন্টু মিয়া, ঠিকানাঃ কাউন্সিলর ২৬ ওয়ার্ড কুমিল্লা মহানগর, ৩৪। আবুল হাসান (অস্ত্রধারী) (৪৫), পিতাঃ আনু মিয়া, ঠিকানাঃ কাউন্সিলর সদর ২৭ ওয়ার্ড কুমিল্লা মহানগর, ৩৫। আবদুস সালাম বেগ (৫২) পিতাঃ মৃত শামছুদ্দিন, ঠিকানাঃ নুরপুর,থানাঃ আদর্শ সদর ৩৬। মুরাদ মিয়া (৪৫), পিতাঃ খলিলুর রহমান ড্রাইভার, ঠিকানাঃ কালিয়াজুরি, ৩৭। নাজমুল হাসান শাওন (৪৮), পিতাঃ মৃতঃ রতন মিয়া, ঠিকানাঃ শাকতলা, দক্ষিণ, কুমিল্লা, ৩৮। আহম্মেদ নিয়াজ পাভেল (৪৫), পিতাঃ মৃতঃ আলী মিয়া, ঠিকানাঃ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, কুমিল্লা, ৩৯। আবু হেনা বিন মোস্তফা, পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ শাসনগাছা, কুমিল্লা, ৪০। মহব্বত আলী (৪৮) পিতাঃ মৃত আবদুল আজিজ সাং পাইকপাড়া থানাঃ লাকসাম ৪১। দিদারুল হক আকাশ, পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ দক্ষিণ চর্থা, কুমিল্লা, ৪২। শরীফুল ইসলাম-সাংগাঠনিক সম্পাদক মহানগর ছাত্রলীগ, কুমিল্লা মহানগর, ৪৩। সৈয়দ মুহাম্মদ পারভেজ ওরফে চুড়ি পারভেজ (৪০), পিতাঃ মৃতঃ আব্দুর রশিদ, ঠিকানাঃ শুভপুর (গাংগের নামা), কুমিল্লা, ৪৪। এনামুল কবির, পিতাঃ আবিদ আলী, ঠিকানাঃ বাদশা মিয়া বাজার, কুমিল্লা, ৪৫। নান্টু মল্লিক (আমিনুল ইকরামের নির্বাচনে ব্যবহৃত আগ্নোঅস্ত্র তার কছে আছে), পিতাঃ স্বপন মল্লিক, ঠিকানাঃ শুভপুর (গাংগের নামা),কুমিল্লা, ৪৬। হাসান রাফি রাজু-৫নং পাচথুবি ইউনিযন চেয়ারম্যান, পিতাঃ মৃত আব্দুল হালিম, ঠিকানাঃ ইটাল্লা, ৫নং পাচথুবি কুমিল্লা, ৪৭। মোঃ ইকবাল হোসেন মাস্টার, পিতাঃ আব্দুল ওহাব, ঠিকানাঃ পশ্চিম ইটাল্লা, পাচথুবী ইউনিয়ন, কুমিল্লা, ৪৮। ইকবাল হোসেন বাহালুল, পিতাঃ সৈয়দ আলী, ঠিকানাঃ কেরানীনগর বড়বাড়ী, পাচথুবী ইউনিয়ন, কুমিল্লা, ৪৯। কাজী রুহুল আমিন, পিতাঃ কাজী আব্দুল করিম, ঠিকানাঃ কালিকাপুর, পাচথুবী ইউনিয়ন, কুমিল্লা, ৫০ । মোঃ ফারুক, পিতাঃ মৃত নুরুল ইসলাম, ঠিকানাঃ ইরুয়াইন, লাকসাম, কুমিল্লা, ৫১। মোঃ হিরন, পিতাঃ আব্দুল আজিজ, ঠিকানাঃ সুবর্ণপুর, পাচথুবী ইউনিয়ন,কুমিল্লা, ৫২। মামুন মিয়া, পিতাঃ হাসু মিয়া, ঠিকানাঃ দক্ষিন শরীপুর মীর পাড়া পাচথুবী ইউনিয়ন,কুমিল্লা, ৫৩। মেজবাহ উদ্দিন ভূইয়া, ঠিকানাঃ সুর্বণপুর মুন্সিবাড়ি, পাচথুবী ইউনিয়ন,কুমিল্লা, ৫৪। নজরুল, পিতাঃ হাসু মিয়া, ঠিকানাঃ দক্ষিন শরীফপুর,পাচথুবী ইউনিয়ন, কুমিল্লা, ৫৫। হাফিজ মেম্বার, ৪নং ওর্য়াড, পাচথুবী ইউনিয়ন, কুমিল্লা, ৫৬। কাজী মোজ্জামেল পিতাঃ, অজ্ঞাত ৪নং আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান, ৫৭ । আব্দুল্লাহ আল মামুন, পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ ৬নং জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান, কুমিল্লা, ৫৮। শফিউল বাশার, পিতাঃ টুকু মিয়া, ঠিকানাঃ জালুয়াপাড়া, ৫৯। ফারুক, পিতাঃ অজ্ঞাত, ঠিকানাঃ কাঠেরপুল,কমিল্লা, ৬০। সম্পদ সাহা (মাদক সেবন ও ব্যবসায়ী), পিতাঃ তপন সাহা, সাং শুভপুর ৬১। মোঃ শরমিন (ওরফে দালাল শরমিন), পিতাঃ মৃতঃ সুন্দর আলী (কুটু মিয়া) সাং শুভপুর, ৬২। ইমরান, পিতাঃ অজ্ঞাত, বাদশাহ মিয়ার বাজার ৬৩। বাপ্পী, পিতাঃ মৃতঃ আবু তাহের, ঠিকানাঃ, বাগিচাগাও, কুমিল্লা। ৬৪। ইয়াছিন (৪৬), পিতাঃ সেকান্দর আলী, ঠিকানাঃ বিষ্ণুপুর মধ্যপাড়া, ৬৫। আখতার হোসেন, পিতা- মৃত আনুমিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যপাড়া, ৬৬। জোবায়ের হোসেন, পিতাঃ বাবুল, ঠিকানাঃ হাজী বাড়ী, ৬৭। আশিক, পিতাঃ শহীদ. ধর্মপুর, ৬৮। আব্দুল্লাহ কাইয়ুম, পিতাঃ-শানু মিয়া, ধানমন্ডি রোড, ৩ নং ওয়ার্ড, ৬৯। আব্দুল হালিম (৪৫), পিতাঃ আব্দুল মালেক, গ্রাম : কচুয়া, সদর দক্ষিণ ৭০। মনির হোসেন (৪২), পিতাঃ মৃত অছি মিয়া, গ্রামঃ কচুয়া, সদর দক্ষিণ ৭১। দুলাল হোসেন অপু (৪৫) পিতাঃ অজ্ঞাত গ্রামঃ শ্রীমন্তপুর, সদর দক্ষিণ ৭২। হানিফ মিয়া দুলাল (৪৫),পিতাঃ অহিদুর রহমান ২২ নং যুবলীগ সহসভাপতি, গ্রামঃ শ্রীভল্লবপুর, সদর দক্ষিণ ৭৩। আজাদ হোসেন (৪৮) কাউন্সিলর, গ্রামঃ শ্রীমন্তপুর, সদর দক্ষিণ ৭৪। সাদেকুর রহমান (৫২), পিতাঃ মৃত বন্দে আলী সাং শ্রীবল্লবপুর, সদর দক্ষিণ ৭৫) এমডি সুমন (৪৫) পিতাঃ মুরাদ মিয়া, ঠিকানাঃ মদনপট্টি, ৭৬। জামাল হোসাইন ভূঁইয়া (২৫) কার্যকরী সদস্য ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি ব্যবস্থাপনা বিভাগ, ৭৭। আসাদুর রহমান রিজন (৪৫) পিতাঃ বাবুল মিয়া, সাং- আমতলা, কোতয়ালী ৭৮। আলী আহাম্মদ, পিতাঃ মৃতঃ নওয়ার আলী সরকার, সাং- শুভপুর বাগান বাড়ী, ৭৯। অলক, পিতাঃ শহিদুল ইসলাম (ব্যাংকার), সাং শুভপুর ৮০। মাষ্টার নুরুন্নবী (৫০), পিতাঃ অজ্ঞাত, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, সর্ব কোতয়ালী, ৮১। কাজী রফিকুল হোসেন বাবুল, পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, কোতয়ালী, ৮২। সামদানি, পিতাঃ অজ্ঞাত, সাং- মদিনা মসজিদ, কোতয়ালী, ৮৩। সাইফুর রহমান, পিতাঃ- মুনশী, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, কোতয়ালী, ৮৪। মোঃ লিটন ওরফে ড্রাইভার লিটন, পিতাঃ মৃতঃ কালা মিয়া, সাং- শমেষপুর (মোশারফের বাড়ী), থানাঃ লালমাই, ৮৫। শিহাব খান (৪৫), পিতাঃ নুরুল হক খান, সাং- গাজীমুড়া, থানাঃ লাকসাম, ৮৬। অজয় দাস, পিতাঃ অজ্ঞাত, সাং- তালপুকুরপাড়, কোতয়ালী, ৮৭। তরিকুর রহমান জুয়েল @ গুজা জুয়েল (৫৫), পিতাঃ মৃতঃ হাবিবুর রহমান, সাং দৌলতপুর, কোতয়ালী, ৮৮। গোলাম মোস্তফা, পিতাঃ মৃতঃ আলী আহাম্মদ, মসজিদের দক্ষিণ পাশের বাড়ি, দৌলতপুর, ৮৯। শাহ আলম (অগ্রধারী) (৪০), পিতাঃ মৃতঃ ছিদ্দিকুর রহমান, ৯০। আশিকুর রহমান শিমুল (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, উভয় সাং- দৌলতপুর কোনাবাড়ি, ৯১। রাজন মেম্বার, পিতাঃ আবুল হাশেম, সাং- দৌলতপুর গাজী বাড়ি, কোতয়ালী ৯২। গোলাম হোসেন, পিতাঃ মৃতঃ আবদুল খালেক, সাং- দপ্তরি বাড়ি, দৌলতপুর, কোতয়ালী ৯৩। রতন খান (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ খালেক ডাক্তার, সাং- দৌলতপুর (পূর্বপাড়া), কোতয়ালী ৯৪। মতিউর রহমান মি (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, সাং- দৌলতপুর কোনাবাড়ি, ৯৫। মহিন (অস্ত্রধারী)- পিতাঃ মৃতঃ খোকন মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া (ডাক্তারবাড়ি), ৯৬। জিয়াউল হাসান মাহমুদ (অস্ত্রধারী), পিতাঃ খোরশেদ আলম রেনু, দৌলতপুর (পূর্বপাড়া) কোতয়ালী ৯৭। মোহাম্মদ হানিফ পিতাঃ আবুল মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া, ৯৮। রিফাত, পিতাঃ মৃতঃ কাশেম মিয়া, দৌলতপু (গাজিবাড়ি) কোতয়ালী ৯৯। শরিফ, পিতাঃ জামাল মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, ১০০ জাবেদ রানা, পিতাঃ মনু মিয়া, সাং- শমেঘপুর (মোশারফের বাড়ী), থানাঃ লালমাই, ১০১। অপু পিতাঃ হোসেন ড্রাইভার, দৌলতপুর, কোনাবাড়ি, ১০২। সঞ্জিব, পিতাঃ রফিক ড্রাইভার, দৌলতপুর দপ্তরিবাড়ি, ১০৩। মনিরুল ইসলাম মনির, পিতাঃ মৃতঃ আবদুল মজিদ, সাং- চৌমূহনী পাশের বাড়ি ১০৪। সুজন, পিতাঃ মৃতঃ আবদুল জলিল, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, ১০৫। রাব্বি, পিতা ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, দৌলতপুর, দপ্তরিবাড়ি, ১০৬। মোঃ আল আমিন অপু, পিতাঃ মো হোসেন, সাং- দৌলতপুর, ১০৭। মোঃ আনোয়ারুল হাসান খান, পিতাঃ আঃ মতিন খান, গোবিন্দপুর ১০৮। গোলাম হায়দার রনি, পিতাঃ মৃতঃ আবদুর রাজ্জাক, দৌলতপুর, ১০৯। সাকিব, পিতাঃ মৃত আনোয়ার হোসেন, চৌধুরীবাড়ি, শুভপুর, ১১০। নান্টু মল্লিক, পিতাঃ স্বপন মল্লিক, সাং-গাংচর শুভপুর, ১১১। রহিম উল্লাহ, পিতাঃ অজ্ঞাত, শুভপুর, ১১২। কামরুল হাসান, পিতাঃ আরমান হোসেন, সাং- চানপুর, ১১৩। শাহাদাত হোসেন, পিতাঃ অজ্ঞাত, সাং- চানপুর, ১১৪। জামিল পিতাঃ অজ্ঞাত, সাং- চৌধুরী মনজিল, শুভপুর, ১১৫। ইদু, পিতাঃ ওমর আলী, সাং- শুভপুর, ১১৬ শরিফ, পিতাঃ ফুল মিয়া, সাং- শুভপুর, ১১৭। ইউসুফ, পিতাঃ আঃ হাকিম, সাং- শুভপুর, ১১৮ কাজী রফিকুল হোসেন বাবুল, পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ১১৯। পলাশ, পিতাঃ আবুল মিস্ত্রী, সাং- বজ্রপুর, ১২০। খোকা, পিতাঃ বিল্লাল, সাং- বাপুর, ১২১। লিটন, পিতাঃ কালা মিয়া, সাং- বজ্রপুর, সর্ব থানাঃ আদর্শ সদর ১২২। জাহিদ হাসান শিপন, পিতাঃ সিরাজুল ইসলাম, সাং- উলুরচর, ১২৩। মিজানুর রহমান, পিতাঃ আবদুল গফুর, সাং- রায়পুর, ১২৪ আবদুল আউয়াল, পিতাঃ আবদুল গফুর, সাং- রায়পুর, ১২৫। সোহেল (অস্ত্রধারী), পিতাঃ ইয়াসিন মিয়া, সাং- লক্ষীপুর, ১২৬। মামুন চৌধুরী, পিতাঃ শাহ আলম চৌধুরী, সাং- নোয়াগাও, ১২৭। কাজী এমদাদ (অস্ত্রধারী), পিতাঃ নুরুল ইসলাম, সাং- মাটিয়ারা, ১২৮। মোসলেম উদ্দিন, পিতাঃ আলী মিয়া, সাং- কমলাপুর, ১২৮। আবদুর রশিদ, পিতাঃ অজ্ঞাত, সাং- ফুলতলী, ১২৯। মাহবুব আলম, পিতাঃ অজ্ঞাত, সাং- ফুলতলী, সর্বথানাঃ সদর দক্ষিণ, ১৩০। মনির (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ খোকন মিয়া, সাং- দৌলতপুর, ১৩১) ফাহিম খান অহী ১৩২) ফুয়াদ খান অকিব, উভয় পিতাঃ জমির উদ্দিন খান জম্পি ৩০২/১ বাগিছাগাঁও ১৩৩) নয়ন পিতাঃ আবদুল ওয়াদুদ সাং বাগিছাগাও (নতুন চৌধুরী পাড়া) ১৩৪) ইকবাল ইবু পিতাঃ অজ্ঞাত সাং বাগিছাগাঁও ১৩৫) হালিম পিতাঃ দ্বীন মোহাম্মদ ১৩৬) খন্দকার আফসার অধীন পিতাঃ লিটন ১৩৭) আজাদ পিতাঃ মিজান সর্ব সাং ঠাকুরপাড়া সর্ব থানাঃ আদর্শ সদর, কুমিল্লা ১৩৮) জাহাংগীর আলম পিতাঃ মমিন আলী সাং গাজীমুড়া ১৩৯) শাহআলম পিতাঃ কালা মিয়া সাং পশ্চিমগাঁও উভয় থানাঃ লাকসাম ১৪০) আশিকুর রহমান শিমুল (৩৫), ১৪১) মিঠু (৩০) উভয় পিতাঃ সফিক মিয়া ১৪২) আবদুল্লাহ আল মামুন (৪০) পিতাঃ আবদুল বারী ১৪৩) মিজান (৫৫) পিতাঃ আব্দুল কাদের মোল্লা, ঠিকানাঃ রিয়াজ উদ্দিন এর পাশের গলি, ১৪৪) সাগর (৫৫) প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর। পিতাঃ ছেরু মিয়া। ঠিকানাঃ শিকদার গলি, থানাঃ সদর দক্ষিণ ১৪৫) ফয়েজ আহম্মদ বুলু (৪৪) পিতাঃ হারুন মিয়া ১৪৬) ইব্রাহীম (৪২) পিতাঃ ফজর আলী ১৪৭ ) হুমায়ুন (৪৪) পিতাঃ মৃত নুর আহম্মদ সর্ব সাং লক্ষীপুর, ১৪৮) সৈয়দ নাঈম (৬০) পিতা এস এ হামিদ। ঠিকানা : লালাপুকুর পার, ১৪৯) সৈয়দ রায়হান আহমেদ (৪৮) পিতা সৈয়দ আবির আহমেদ ফটু। ঠিকানা: হাইস্কুলের পিছনে, ১৫০) নিজাম মিঞা (৭০) পিতা: আব্দুল জলিল, ঠিকানা: হাইস্কুলের পিছনের গলি, ১৫১) শেখ ফরিদ (৫৫) পিতা: আব্দুল করিম। ঠিকানাঃ পুরাতন চৌধুরি পারা, ১৫২) আখতার মিঞা (৬০) পিতা: আব্দুল গফুর, ঠিকানা: শাহসুজা মসজিদ রোড, ১৫৩) ইয়াহিয়া মজুমদার (৫০) পিতা: ইউছুফ আলি, ঠিকানাঃ শিকদার গলি, ১৫৪) লিটন শিকদার (৫০) পিতাঃ এফ কে শিকদার, ঠিকানাঃ সাহ্ সুজা মসজিদ এর সামনে, ১৫৫) এম ডি রাজীব (৪০) পিতাঃ মুরাদ মিঞা, ঠিকানাঃ প্রিয়াজন ভবন, সাহসুজা মসজিদ রোড, ১৫৬) বারেক মিয়া (৪৮) পিতাঃ মুনসুর আলী, ঠিকানাঃ শিকদার গলি, ১৫৭) কালট স্বপন (৪৫) মাতাঃ মঞ্জু বেগম, ঠিকানাঃ উত্তর গাংচর, ১৫৮ ) মোঃ জুথি (৪২) পিতাঃ মন্টু মিঞা, ঠিকানাঃ হাফেজ বাড়ি সংলগ্ন, ১৫৯) মোঃ সাহেদ (৪০) পিতাঃ তাজুল ইসলাম, ঠিকানাঃ সাহ্ সুজা মসজিদ রোড, ১৬০ ) মহসিন (৪০) পিতাঃ শুক্কুর ড্রাইভার, ঠিকানাঃ সাহসুজা মসজিদ রোড, ১৬১) আব্দুল কুদ্দুছ (৬০) পিতাঃ শুক্কুর ড্রাইভার, ঠিকানাঃ সাহসুজা মসজিদ রোড, ১৬২) আশিক (৪৫) পিতাঃ আব্দুল কুদ্দুস, ঠিকানাঃ গাংচর সাহসুজা মসজিদ রোড, ১৬৩) রাজিব (৪২) পিতাঃ আব্দুল কুদ্দুস, ঠিকানাঃ সাহসুজা মসজিদ রোড, ১৬৪) সজিব (৩৮) পিতাঃ মতিন কমিশনার ঠিকানাঃ সাহসুজা মসজিদ রোড, ১৬৫) বাইট্টা রাজু(৩৩), সাবেক ছাত্রলীগ সভাপতি ৫নং ওয়ার্ড, ঠিকানাঃ হাফেজ বাড়ি, ১৬৬) রকি (৩৭) পিতাঃ নান্নু মিয়া, ঠিকানাঃ মদনপট্টি, ১৬৭) বাচ্চু (10) পিতাঃ আব্দুল জলিল, ঠিকানাঃ মদনপট্টি, ১৬৮) চাপা শুভ (৩৮) পিতাঃ বাচ্চু মিয়া, মদনপট্টি, সর্ব জেলাঃ কুমিল্লা সহ আরো অজ্ঞাত নামা ২৫০-৩০০ জন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সকলেই আত্মগোপনে আছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।