মো. আলাউদ্দীন সাদী, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী তুখোড় ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সুজন স্মৃতি পরিষদ, গণসংহতি আন্দোলন এবং উপজেলা বিএনপি পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে মরহুম সুজনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। সকাল ১০টায় সুজন স্মৃতি পরিষদের আয়োজনে দোয়া মাহফিল, সকাল ১১টায় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি এবং দুপুর ১২টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফাতেহা পাঠ, দোয়া ও তাবারক বিতরণ করা হয়।
পরে বাঞ্ছারামপুর সুজন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মীর হালিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন,“তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচন ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০১ সালের ৩ জুলাই ঢাকার দোয়েল চত্বরের পাশে পাওয়া যায় তার নিথর দেহ। আজ ২৪ বছর পেরিয়ে গেলেও তার হত্যাকারীদের পরিচয় উন্মোচিত হয়নি, ইতিহাস রয়ে গেছে ধোঁয়াশায়। বিএনপি আবার ক্ষমতায় এলে সুজন হত্যার পূর্ণাঙ্গ বিচার করেই ছাড়বে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “সুজন ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠ। তার বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতা জাতিকে প্রেরণা জুগিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রিয়ভাজন ছিলেন তিনি। এমন একজন তরুণ নেতার অসময়ে চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”
বিএনপির অন্য নেতৃবৃন্দ বলেন, “নিন্দুকেরা হয়তো সুজনের প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি বেঁচে থাকবেন জাতীয়তাবাদী চিন্তার ভিতর, মানুষের মনে, গণআন্দোলনের প্রতিটি স্লোগানে। সুজন একটি অজর অমর নাম—যিনি বিএনপির জন্য প্রেরণার প্রতীক।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, বিএনপি নেতা ভিপি নাজমুল হুদা, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, ইউনুস বিএসসি, মুসা হায়দার, একরাম হায়দার, কবীর হোসেন ও শাহনেওয়াজ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষও মরহুম সুজনের সমাধিতে শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।