কুমিল্লার লালমাইয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক জাহিদ হোসেন (২৭) নিহত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮.৩০ দিকে হরিশ্চর-ভূশ্চি সড়কের কামারকুয়া বুশ মার্কেটের সামনে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের গৈয়ারভাঙ্গা শ্রীপুর গ্রামের মো.মফিজুর রহমান ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক জাহিদ উৎসবপদুয়া খালার বাড়ি থেকে নিজ বাড়ি শ্রীপুর যাওয়ার পথে কামারকুয়া বুশ মার্কেট নামক স্থানে সিএনজি’র সাথে সংঘর্ষে লেগে ঘটনাস্থলে নিহত হয়েছে।
এ বিষয়ে লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এঘটনায় ঘাতক চালক পলাতক রয়েছে। সিএনজিটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।