কুমিল্লা জেলার ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১০৬ কিলোমিটার। এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মানব পাচার ও অন্যান্য অপরাধের জন্য একটি হটস্পট হিসেবে পরিচিত। শশীদল, তেতাভূমি, চরানল, খারেরা, সংকুচাইল, মাধবপুর, বড়জালা, নিশ্চিন্তপুর, গোলাবাড়ি, বিবির বাজার ও শাহপুর এলাকায় দুই দেশের বাড়ির সংখ্যা বেশি। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অধিকাংশ বাংলাদেশি পাচারকারীর বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত ক্রস করার সুযোগ না থাকায়, এসব পাচারকারীরা সু-কৌশলে নিরাপদ স্থান বেছে নিয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিজিবি ও বিএসএফ সীমান্তবর্তী এলাকার এসব বাড়ি ভেঙে দিলে অপরাধের মাত্রা কমে যেতো।
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানব পাচার একটি গুরুতর সমস্যা। পাচারকারীরা সাধারণত নিরপেক্ষ এলাকায় আশ্রয় নেয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধরতে পারে না। এই অপরাধীরা সীমান্তের নিকটবর্তী বাড়িগুলোকে তাদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে।
নিরপেক্ষ এলাকায় আশ্রয় নেওয়া পাচারকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এই এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে, কারণ এটি আন্তর্জাতিক সীমান্তের অংশ এবং এখানে কোনো দেশের আইন প্রযোজ্য নয়।
সুশীল সমাজের প্রতিনিধিরা সীমান্তের এসব বাড়ির দ্বৈত নাগরিকত্ব বাতিল করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই বাড়িগুলো পাচারকারীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হওয়ায় এবং অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার কারণে এদের নাগরিকত্ব বাতিল করা উচিত।
ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়ক “৩২ সিন্ডিকেট” নামে একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের প্রধান যুবলীগ নেতা নাসির (২৮), কুমিল্লা বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপি ভবেরমুড়া দুধপুকুর এলাকার বারেক মিয়ার ছেলে। এছাড়া একই গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র নাছির (৪২), ঘিলাতলি বাজার দীঘিরপাড়ের মৃত মফিজ মিয়ার পুত্র মামুন (৩৯), আদর্শ সদরের বিষ্ণুপুরের কামাল (৪৫), দক্ষিণ বাগবের গ্রামের আকতার ও দেলু গং বিশাল ও-ই সিন্ডিকেট সীমান্ত নিয়ন্ত্রণ করছে। তারা ভারত ও বাংলাদেশের মাঝামাঝি নিরপেক্ষ এলাকায় থেকে অস্ত্র, মাদক, মোবাইল চোরাচালানে জড়িত।
সুশীল সমাজের নেতারা প্রস্তাব করেছেন যে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সহযোগিতায় পাচারকারীদের ধরার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই সমস্যার সমাধানে সরকার ও সুশীল সমাজের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব।
এই বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জাব্বার সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে। মানব পাচার, মাদকসহ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সচেষ্ট। এই চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।