1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
সুলতানপুর বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

সুলতানপুর বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ

ফয়েজ আহাম্মদ ভূইয়া :
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭৫ Time View

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে আখাউড়া, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০,২২,৫০০/- (সত্তর লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।
গত ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করা হয়। গতকাল ২ জানুয়ারি বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আটককৃত আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুটিয়া গ্রামের ডা. মো. রফিকুল ইসলামের ছেলে মোঃ ইকরাম হোসেন (১৯), মো. বশির মিয়ার ছেলে মোঃ হাব্বির মিয়া (১৯), মো. বিল্লাল হোসেনের ছেলে মোঃ সাকিল খান (২৪), মন্দভাগ গ্রামের মো. শাহ আমলের ছেলে মোঃ সুমন মিয়া (২২)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কসমেটিক সামগ্রী ৮৭ পিস, গরু ৬টি, চকলেট ১৮৬০ পিস, মোটরসাইকেল ১টি, অটোরিকশা ১টি, বডি লোশন ৫১৬ পিস, বাসমতি চাল ৪০৫ কেজি, চিনি ১৫২০৫ কেজি, চুলের জেল ১২৪৩ পিস, চুলের তেল ২৩২ পিস, নেহা মেহেদী ৪৩২০ পিস, ফুচকা ৮৫ প্যাকেট, বাঁজি ২২,২৭২ পিস, বাংলাদেশী রসুন ২৩৪ কেজি, রেড বুল কমল পানীয় ৮৬ পিস, বিয়ার ৮০ বোতল, মাথার চুল ১৮ কেজি, গাঁজা ৮৩.৫ কেজি, ইস্কাফ সিরাপ ২৬ বোতল, ফেন্সিডিল ৪৬ বোতল, হুইস্কি ২১৬ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com