মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা শহরের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত এই অভিযানে অবৈধ টোল ও চাঁদা আদায়কারীদের আটক করা হয়। সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দলটি বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, আদর্শ সদর উপজেলার নবাব বাড়ী এলাকার মৃত লেয়াকত আলীর ছেলে, মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩)।
অভিযানে আটক হওয়া ব্যক্তিদের নিকট হতে নগদ ৭,৭০০ টাকা, ৫টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ১টি সীল ও প্যাড এবং ১টি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করছে। আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান কুমিল্লা শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন।