1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
সেনা-পুলিশের যৌথ  অভিযানে নগরীর গোবিন্দপুরে জোড়া খুনের আসামী কবির সহ গ্রেফতার পাঁচ - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

সেনা-পুলিশের যৌথ  অভিযানে নগরীর গোবিন্দপুরে জোড়া খুনের আসামী কবির সহ গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪১৯ Time View

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকায় রাজনৈতিক সহিংসতার জেরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ এবং একটি ডাবল মার্ডার মামলার পলাতক আসামীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই)  বিকেলে বিএনপি-সমর্থিত আরমান ও আওয়ামী লীগ-সমর্থিত বাবলুর অনুসারীদের মধ্যে প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে। এতে আরমান আহত হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাবলু পক্ষের লোকজন ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতয়ালী মডেল থানা পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চায়। রাত ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালায়। গোবিন্দপুরের রামমালা এলাকায় কয়েকটি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযানে আটক হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন দুইজন কিশোর গ্যাং সদস্য, দুইজন চাঁদাবাজ এবং একজন হত্যা মামলার আসামী।
তাদের একজন, কবির আহম্মেদ (৪২), গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও পেশায় তিতাস উপজেলা অফিসের সার্ভেয়ার। তিনি ২০১০ সালের একটি ডাবল মার্ডার মামলার পলাতক আসামী এবং ২০২৪ সালের ৫ আগস্ট দায়েরকৃত একটি মামলারও এজাহারভুক্ত আসামী।

আটককৃতদের তালিকায় আরও রয়েছেন—সাইদুল ইসলাম জীবন (১৮), সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্ডপুর এলাকার বাসিন্দা, যিনি একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে ইসমাইল হোসেন অভি (১৬) নামের আরও এক কিশোর, যিনি একই এলাকার আরেকটি গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত।

অভিযানে আটক অপর দুইজন হলেন—আবির আহম্মেদ (৩৮) এবং মাখু মিয়া (৪৫)। উভয়েই গোবিন্দপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গোটা ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস দমনে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com