সোনামুড়া মহকুমার প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকা পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত। ভারত-বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকায় রয়েছে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। এনসি নগর বিএসএফের ৮১ নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা গোপন খবরের ভিত্তিতে ওত পেতে বসে থাকেন পাচার বাণিজ্যের স্বর্ণের বিস্কুট ধরার জন্য।
রাত আনুমানিক ৯ টার সময়, সীমান্তে পাচারকালে ২.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় বিএসএফ জোয়ানরা। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৭১ লক্ষ টাকা। পাচারকারীরা বিএসএফের তাড়া খেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়, ফলে কোন পাচারকারীকে ধরতে পারেনি বিএসএফ জোয়ানরা।
বিএসএফের সদর দপ্তর থেকে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে উক্ত স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণগুলি পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ শেষে কাস্টমদের হাতে হস্তান্তর করা হয়। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী দিনেও এরকম ধরনের অপারেশন জারি থাকবে।