1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
সৌদি আরবে আন-নাসবান গ্রুপের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ সোনামুড়া সীমান্তে বিএসএফের সফল অভিযান : ২.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ : রাজধানীতে বাংলাদেশী নাগরিক আটক কুমিল্লা বিভাগ না দেওয়ায় শেখ হাসিনার সমালোচনা করলেন জামায়াত আমির চোর সন্দেহে বাংলাদেশী যুবককে গণধোলাই, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা দেবিদ্বারে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিতে এগিয়ে আব্দুল আউয়াল খাঁন।

সৌদি আরবে আন-নাসবান গ্রুপের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সুজন মজুমদার :
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭৯ Time View

সৌদি আরবে আল খারিজ প্রদেশ আন-নাসবান গ্রুপ আয়োজিত প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯শে আগষ্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়  সৌদিআরব আলখারিজ আল ইয়ামামা স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়।

 

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুনের  সভাপতিত্বে,  বিশিষ্ট ক্রীড়া সংগঠক নূর মোহাম্মদ বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার  ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম আহমেদ মোরশেদ ও বিশিষ্ট ব্যবসায়ি জাকির মোল্লা।

 

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন হাসি সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিন মুন্না, ইহাব আব্দুল লতিফ মুরসী, শাহাদাত পাটোয়ারী, কাজী সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ইন্তিয়ার আহমেদ, জয়নাল আবেদিন ও রাকিবুল হাসান।

 

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।  পরবর্তী অতিথিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার  ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ। তিনি বলেন,

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। তিনি বলেন, আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।  খেলাধুলা মনমানসিকতা ভালো রাখে। এটি যেন বন্ধ না হয়, প্রতিবছর চলমান থাকে। আয়োজককে ধন্যবাদ।

 

খেলায় ইশারা ছিত্তিন ৩-২ গোলে আল ইয়ামামা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের  পুরুস্কার হিসাবে ছিলো ৩২” এলইডি টেলিভিশন এবং রানার্সআপ ট্রফি ও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুন। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে তিনি বলেন, ভালো লাগা থেকে এই আয়োজন।  খেলাধুলা মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখা মূল লক্ষ্য।  সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সমাপ্তি করা গেলো। সবাইকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com