সৌদি আরবে আল খারিজ প্রদেশ আন-নাসবান গ্রুপ আয়োজিত প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯শে আগষ্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সৌদিআরব আলখারিজ আল ইয়ামামা স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুনের সভাপতিত্বে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নূর মোহাম্মদ বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম আহমেদ মোরশেদ ও বিশিষ্ট ব্যবসায়ি জাকির মোল্লা।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসি সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিন মুন্না, ইহাব আব্দুল লতিফ মুরসী, শাহাদাত পাটোয়ারী, কাজী সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ইন্তিয়ার আহমেদ, জয়নাল আবেদিন ও রাকিবুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পরবর্তী অতিথিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন নাসবান গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদ রিজিক মাহমুদ। তিনি বলেন,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি সরকারের আল খারিজ প্রদেশ কর্মকর্তা আল গাসমাউল গানেম সালেহ। তিনি বলেন, আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। খেলাধুলা মনমানসিকতা ভালো রাখে। এটি যেন বন্ধ না হয়, প্রতিবছর চলমান থাকে। আয়োজককে ধন্যবাদ।
খেলায় ইশারা ছিত্তিন ৩-২ গোলে আল ইয়ামামা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের পুরুস্কার হিসাবে ছিলো ৩২” এলইডি টেলিভিশন এবং রানার্সআপ ট্রফি ও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক হাজী মোহাম্মদ মামুন। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে তিনি বলেন, ভালো লাগা থেকে এই আয়োজন। খেলাধুলা মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখা মূল লক্ষ্য। সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সমাপ্তি করা গেলো। সবাইকে ধন্যবাদ।