বরুড়া উপজেলা প্রবাসী বিএনপির সৌজন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টায় সৌদি আরবের আল খারিজ প্রদেশের একটা কমিনিউটি সেন্টারে।
বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সৌদি প্রবাসী হাজী মোহাম্মদ মামুনের নেতৃত্বে সৌজন্যে মূলক সাক্ষাৎকার আয়োজন করা হয়।
প্রথমে ফুল দিয়ে সবাই সবাইকে বরণ করে নেওয়া হয়। তারপর আলোচনা বৈঠক হয়।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সৌদি আরব পূর্বাঞ্চল শাখার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, বরুড়া ঝলম ইউনিয়নের বেওলাইন নাসির ফাউন্ডেশন চেয়ারম্যান আবু নাসির খান, বিএনপি নেতা সোহেল, রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাজী মোহাম্মদ মামুন বলেন আমরা রেমিট্যান্স যুদ্ধা দেশের জন্য সব সময় ছিলাম, আছি ও ভবিষ্যতে থাকবো। আমরা ক্ষুদ্র মানুষ, সব সময় চেষ্টা করে যাচ্ছি সামাজিক ও মানবিক কাজ করার জন্য। বরুড়ার সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও ক্রিড়াঙ্গনে সকল ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা থাকবে। দেশের মানুষ ভালো আছে এটা শুনলে আমাদের মনে শান্তি পাই।
তিনি আরও বলেন, আমরা একটি দলকে ভালোবাসি। দলের ভালোবাসার মধ্যে দিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলের আপন হয়ে থাকতে চাই। দলের জন্য এবং বরুড়ার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সৌজন্যে সাক্ষাৎকারে বরুড়ার মানুষের কথা ও দলের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে খাবার খেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।