রুহুল আমিন চৌধুরী সুমন।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ‘শিশুসুলভ’ ও ‘রাজনৈতিক অপরিপক্বতা’র বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “আগামী সাত দিনের মধ্যে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
সম্প্রতি এক অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।” এই বক্তব্যকে কেন্দ্র করেই সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা বিভাগীয় বিএনপি।
সেলিম ভূঁইয়া বলেন, “এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা ক্ষুব্ধ ও বিব্রত। কুমিল্লা হচ্ছে বিএনপির ঘাঁটি—এখানে রাজনীতি করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা। এই মাটিতে বিএনপির কর্মীরা সবসময় জনগণের পাশে থেকেছেন।”
তিনি বলেন, “রাজনীতিতে শিষ্টাচার ও সহনশীলতা থাকা উচিত। হাসনাতের বক্তব্য রাজনীতিকে কলুষিত করেছে। তিনি ‘রাজার পার্টি’ হিসেবে পরিচিত কিংস পার্টির মুখপাত্র। তাঁর মতো নেতৃত্ব দিয়ে কখনোই শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে না।”
সেলিম ভূঁইয়া আরও বলেন, “সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নামে এসব ‘ছেলেমানুষি’ নেতাদের মাঠে নামিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জনগণ, আর সরকার যত বিলম্ব করবে, ততই জনআস্থা হারাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, “বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে।” এই বক্তব্য দেশব্যাপী সমালোচনার ঝড় তুলে।