নাজমুল ইসলাম হৃদয়
কুমিল্লা আইন কলেজের ২০২৪-২৫ সেশনের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়ে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কুমিল্লা আইন কলেজের দ্বিতীয় তলায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট ড. মঞ্জুর কাদের।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা আইন কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা আইন কলেজের শিক্ষক এডভোকেট মিজানুল হক, এডভোকেট নজরুল ইসলাম মজুমদার, এডভোকেট জিন্নাত আক্তার, এডভোকেট সনজিত কুমার সিংহ, এডভোকেট আব্দুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন- এলএলবি প্রথম পর্বের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোছাঃ যোবায়দা আক্তার রুবি, মোঃ আব্দুল জলিল, কাজী কাউছার উদ্দিন, সানজিদা রিতু , আফরুজা আক্তার প্রিয়াংকা, শেখ সুর্বানা সুইটি, নূরুন্নাহার সুমি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যারা বলেন, বর্তমানে ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। আইন শুধু পড়ার উদ্দেশ্যে নয়, আইনকে ভালো করে জানা এবং চিন্তাও করতে হবে। একটি আইন কেন তৈরি হলো তার পেছনের ইতিহাস জানতে হবে। তিনি বলেন, ন্যায়বিচার পেতে আইনজীবীরাই বেশি ভূমিকা রাখেন। তাই আমাদের ভালো আইনজীবী হতে হবে। পাশাপাশি আইনের শিক্ষার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে কুমিল্লা আইন কলেজের ২৪-২৫ সেশনের ৪৭৩ শিক্ষার্থীদের মধ্যে অপু তালুকদার, জান্নাত আক্তার, রুনা আক্তার, স্মৃতি আক্তার, আইরিন আক্তার, সানজিদা মনি সানজু, জেরিন, জেসমিন আক্তার, শারমিন আক্তার, শাহাদাত হোসেন, তারেক মিয়া, হাবিবা আক্তার, সূনিয়া ইসলাম , মোছাঃ খাজিনা আক্তার, মোঃ কাইয়ুম মিয়া, সোহেল রানা সহ ১২০ জনের উপরে উপস্থিত ছিল।
আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা আইন কলেজের শিক্ষক আইনজীবী সহ কলেজে আইন শাস্ত্রে অধ্যায়ণরত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন সংগীতসহ নিত্য পরিবেশন করা হয়।