চৌদ্দগ্রাম প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছর কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যালী করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শোকরানা নামায আদায় শেষে কৃতজ্ঞতা র্যালী শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ভিন্নরকম আয়োজনে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বুধবার রাতে ফখরুল হাসানকে সভাপতি ও আবির আবদুল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা ও শাহরিয়ার জাকির বাঁধনকে সভাপতি ও গাজী আবদুল্লাহ আল জোবায়েরকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।