এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লা বরুড়ায় প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম (৫৫) ও তার ছেলে সাইমন ইসলামকে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫ইং) মারধর করে ফিসারীর জমি দখল সহ ফিসারী থেকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার মাছ ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এঘটনায় শনিবার (৩০ আগস্ট ২০২৫ইং) প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বরুড়া থানায় উপস্থিত হয়ে (১) মোঃ ফরিদ উদ্দিন, (২) সুমন মিয়া, (৩) আলী হোসেন, সর্বপিতা- আঃ সামাদ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন দুর্বৃত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক বরুড়া থানা পুলিশ ৩নং আসামী আলী হোসেনকে গ্রেফতার করে এবং অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মামলার বাদী প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম ও এজাহার সূত্রে জানা যায়, মোঃ মফিজুল ইসলামের বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের পূর্ব ইলাশপুর গ্রামের (বেছুর বাড়ী) বাসিন্দা। তিনি কুমিল্লা চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োজিত আছে।
মোঃ মফিজুল ইসলাম জানান, তিনি গত ১৯ জুন ২০২৩ইং তারিখে বরুড়া থানাধীন পূর্ব ইলাশপুর মৌজার ১২৪নং খতিয়ানের হাল দাগে ২৩ শতাংশ ভূমির আন্দরে ০৬ শতাংশ ভূমির ওয়ারিশ সূত্রে মালিক মোখলেছুর রহমানের নিকট হতে উক্ত জমি ক্রয় করার পর থেকে মাছের ফিসারী করে। আসামীগন দীর্ঘদিন যাবত উক্ত ফিসারীর জমিটি অবৈধভাবে দখল করার চেষ্টা করতে থাকে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন অজ্ঞাতনামা ৩০/৪০ জন দুর্বৃত্তসহ আসামীগন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের মাছের ফিসারী থেকে জাল দিয়ে মাছ ধরতে থাকে। তাৎক্ষণিক প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম ও তার ছেলে সাইমন ইসলাম ফিসারী থেকে মাছ ধরতে বাঁধা দিলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে লোহার রড, দা, ছুরি ও লাঠি নিয়ে হামলা করে।
এঘটনায় প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম গুরুতর আহত হয় এবং তার ছেলে সাইমন ইসলামের হাত ভেঙ্গে যায়। আসামীগন সাইমন ইসলামের সাথে থাকা ৩৯,০০০ টাকা মূল্যের স্মার্টফোন ও নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এসময় প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম ও তার ছেলে সাইমন ইসলামের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসছে দেখে আসামীগণ প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকী ধমকী দিয়ে ফিসারী থেকে আনুমানিক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার মাছ ধরে নিয়ে যায়।
এব্যাপারে প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম আরো জানান, ৩নং আসামী আলী হোসেন জেল হাজত থেকে জামিন নিয়ে বাড়িতে আসার পর আসামীপক্ষ প্রকাশ্যে আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকী-ধমকী দিতে থাকে। আসামীদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমার পরিবারকে রক্ষা এবং জমি বেদখল করতে সহযোগিতা করার জন্য বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি), কুমিল্লা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করছি।
এব্যাপারে বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ৩নং আসামীকে গ্রেফতার করে ১৪৩/১৪৭/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।