সদর দক্ষিন প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইরিশ হোটেলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে ব্যানারসহ একটি জটিকা মিছিল বের করে। জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
পুলিশ সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগ সমর্থক ও সক্রিয় সদস্যরা মহাসড়কে মিছিল শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ২০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছিল। তবে পুলিশ সতর্ক অবস্থানে থেকে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”