কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটির ঐক্য ও উন্নয়নের পথে মতবিনিময় সভা
কার্ডিফের রাজধানীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির সাথে গ্রেটার সিলেট ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স ট্রেজারার জনাব মাহিদুর রহমানের এক মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উন্নয়ন ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কাজ করার দীপ্ত শপথ নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভার শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে জনাব মাহিদুর রহমানকে স্বাগত জানান। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও আগামী দিনের অগ্রযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি জনাব মাহিদুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ও সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত শক্তিশালী টিম সংগঠনের উন্নয়নে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কাজ করার যে দীপ্ত শপথ নিয়েছেন, তাঁদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তিনি কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এই মতবিনিময় সভা গ্রেটার সিলেট কমিউনিটির ঐক্য ও উন্নয়নের পথে এক মাইলফলক হিসেবে কাজ করবে।
















