বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুমেক হাসপাতালের প্রধান সহকারি এখনও বহাল তবিয়তে!

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:২৩ এএম
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুমেক হাসপাতালের প্রধান সহকারি এখনও বহাল তবিয়তে!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

#অবৈধ পদোন্নতি, আধিপত্য, দুর্নীতি-অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের প্রধান সহকারি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দেলোয়ার, বিগত সরকারের আমলে তার প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে আন্ডারগ্রাউন্ড পত্রিকায় বিজ্ঞাপন দিতেন, যা কখনোই পাঠকের হাতে পৌঁছাতো না। এই পদ্ধতিতে তিনি কমিশনের মাধ্যমে কাজ পাইয়ে দিতেন এবং অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে নিজেই সেই কাজ করতেন। কুমেকের প্রধান হিসাবরক্ষক হিসেবে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে রেখেছিলেন।
বর্তমানে, দেলোয়ার এখনও সাবেক আওয়ামী লীগ সরকারের নেতাদের কাজ পাইয়ে দিতে ব্যস্ত রয়েছেন। তার অফিসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভীড় লক্ষণীয়। বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ জানানোর পর, দেলোয়ার কৌশল পাল্টে অফিসের বাইরে নিরাপদ স্থানে মিটিং করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অর্থ যোগান ও সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দেলোয়ারের অবৈধ পদোন্নতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ে অভিযোগ করা হলেও, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন একই স্থানে চাকরির সুযোগে তিনি নামে-বেনামে অঢেল সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন। ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
দেলোয়ার হোসেন ১৯৯২ সালে কুমেক হাসপাতালে ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। চাকরিবিধি অনুযায়ী এ পদ থেকে তার অন্য কোনো পদে পদোন্নতির সুযোগ নেই। তবে, প্রভাব খাটিয়ে তিনি প্রধান সহকারি পদে পদোন্নতি পেয়েছেন।
২০১৪ সালের ১৩ নভেম্বর, চাকরিবিধি লঙ্ঘন করে তাকে ক্যাশিয়ার পদ থেকে প্রধান সহকারি পদে পদোন্নতি দেওয়া হয়। প্রধান সহকারি হলেও, তিনি প্রভাব খাটিয়ে অঘোষিতভাবে হাসপাতালের হিসাবরক্ষক ও ক্যাশিয়ার পদে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় পাঁচ বছর হাসপাতালের ডক্টরস কোয়ার্টার ব্যবহার করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
২০১৯ সালের ১৭ নভেম্বর, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত বিভাগীয় মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দেলোয়ার হোসেন ১৯৮৫ সনের নিয়োগবিধি লঙ্ঘন করে প্রধান সহকারি পদে পদোন্নতি পান। প্রতি অর্থ বছরে বিভিন্ন খাত হতে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তিনি প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেন। তিনি হাসপাতালের কফি হাউজের বিদ্যুৎ বিলের টাকাসহ সিসি ক্যামেরা, এসি, কম্পিউটার ও ইন্টারকম মেরামত বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এ সময়ে তিনি প্রধান সহকারি হয়ে বিল ভাউচার তৈরী করা, হিসাবরক্ষক হয়ে ভাউচার পাশ করা ও ক্যাশিয়ার হয়ে টাকা উত্তোলন করাসহ তিনটি পদের দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন খাতে তিনি প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করেন।
২০২০ সালের ২২ অক্টোবর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব কর্তৃক প্রেরিত এক চিঠিতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় অথবা ফৌজদারি মামলা দায়েরসহ হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। একই বছরে, স্বাস্থ্য অধিদপ্তর তার অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে ১ মার্চ তাকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে ৩ কার্যদিবস সময় বেঁধে দেন। এতে দেলোয়ার প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে বদলির আদেশ স্থগিত করেন। ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।
দীর্ঘ ২২ বছর একই প্রতিষ্ঠানে চাকরির সুযোগে দুর্নীতির মাধ্যমে তার নিজ জেলা শরিয়তপুর ও কুমিল্লার চাঁপাপুর এলাকায় ৯টি দলিলে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া হাউজিং এস্টেট এলাকায় দুদক কার্যালয়ের সন্নিকটে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।
কুমেক হাসপাতালের হিসাবরক্ষক আবুল খায়ের জানান, ‘আমাকে নানাভাবে হয়রানির মাধ্যমে দেলোয়ার হোসেন হিসাবরক্ষকের পদটি দীর্ঘদিন ধরে আঁকড়ে রেখেছিলেন। এতে আমি বিগত ৩১ মার্চ তার অবৈধ পদোন্নতির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে প্রতিকার চেয়েছিলাম। অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শাখা-১ কর্তৃক গত ২৭ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন) জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এসব অভিযোগের বিষয়ে কুমেক হাসপাতালের প্রধান সহকারি দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাকে হয়রানির উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে চার-পাঁচ বছর আগে নামে-বেনামে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছিল। বিভাগীয় ও অন্যান্য সংস্থার তদন্তে এসব অভিযোগের সত্যতা না পাওয়ায় সুরাহা হয়ে গেছে।’ অভিযোগের বিষয়ে জানার জন্য কুমেক হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ইয়াছিনকে বাদ দিলে সদর আসন যাবে জামায়াতের হাতে

রেশমা আক্তার জ্যোতি : প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম
ইয়াছিনকে বাদ দিলে সদর আসন যাবে জামায়াতের হাতে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে মহানগর, সেনানিবাস ও সদর দক্ষিণে। দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের সুখে-দুঃখে পাশে থাকা নেতা হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েছে লাখো ভোটার। মনোনয়ন পেয়েছেন সদর দক্ষিণের মনিরুল হক চৌধুরী, যিনি অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, মনিরুল হক চৌধুরী ও মনিরুল হক সাক্কুর সম্মিলিত জনপ্রিয়তা ইয়াছিনের অর্ধেকও নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইয়াছিনকে বাদ দিলে বিএনপির সদর আসন হাতছাড়া হওয়ার আশঙ্কা শতভাগ।

ইতোমধ্যে ইয়াছিনের পক্ষে কান্দিরপাড়, ধর্মসাগরপাড়, পূবালী চত্বর, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিল, সড়ক অবরোধসহ একের পর এক আন্দোলন চলছে। স্লোগানে উঠে আসছে “টাকা লাগলে টাকা নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”

“রক্ত লাগলে রক্ত নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”

এই ক্ষোভের সুযোগে জামায়াতপন্থী প্রার্থী সংগঠন গোছাতে শুরু করেছেন। ইয়াছিন অনুসারীরা যদি বিদ্রোহী প্রার্থী দেন বা ভোট বর্জন করেন, তাহলে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৭ নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী রুবি আক্তার বলেন, “মনিরারে কোপামু, প্রয়োজনে কাউরে ভোট দিতে দিতাম না। ইয়াছিন ভাই ছাড়া কাউকে সদরে মানিনা।”

যুবদল নেতা মোঃ হেলাল খান বলেন, “১৭ বছর ধরে ইয়াছিন ভাই আমাদের পাশে ছিলেন। আমরা চাই তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসুন।”

জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, “মনিরুল হক চৌধুরী সিনিয়র হলেও ইয়াছিন ভাই কুমিল্লার বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। হামলা-মামলায় তিনিই ছিলেন সবার পাশে।”

মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “১৭ বছর ধরে আমাদের মামলা, হামলা এমনকি পরিবারের খোঁজ রেখেছেন ইয়াছিন ভাই। এখন উড়ে এসে জুড়ে বসতে চান অন্য আসনের প্রার্থী তা আমরা মেনে নেবো না।”

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে কুমিল্লা-৬ আসনে দলীয় ঐক্য ভেঙে পড়বে এবং জামায়াতের হাতে আসনটি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন দেখার বিষয়, জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা।

চৌদ্দগ্রামের বাসীন্দা ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ যমজ দুই বোন অবশেষে চিকিৎসা শেষে ফিরল নিজ বাসায়।

মোহাম্মদ সাইদুল হক প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম
চৌদ্দগ্রামের বাসীন্দা ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ যমজ দুই বোন অবশেষে চিকিৎসা শেষে ফিরল নিজ বাসায়।

 

গত ২১ জুলাই দুপুরে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেখানে কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের মোহাম্মদ ইয়াসিন মজুমদার ও আকলিমা দম্পতির যময দুই মেয়ে সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা (১০)।
আজ বুধবার ১২ নভেম্বর ২০২৫: সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কার্যালয়ে দুই শিশুকে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু। তাদের আশির্বাদ জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

এসময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা দগ্ধ প্রত্যেক রোগীকে আন্তরিক সেবা দিয়েছেন। তাঁরা কঠোর পরিশ্রম করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।

‘আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন, তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলোআপ চিকিৎসা দিচ্ছে,’ যোগ করেন তিনি।

এসময় তিনি সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যসহ যেসব বিদেশি চিকিৎসক আহতদের চিকিৎসায় সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও ধন্যবাদ জানান।
দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম
মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় বিতর্কিত ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রাম থেকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহাব উদ্দিন এলাকায় দখলবাজি,মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিবেশ তৈরি হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে সাহাব উদ্দিন নানা অপকর্ম চালিয়ে গেছে,সাহাব উদ্দিনের মতো অন্যান্য দখলবাজ নেতাদের বিরুদ্ধেও একইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

×
Skip to toolbar