চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুমোদনহীন ও ভেজাল পণ্য মজুদ ও বাজারজাত করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের সহকারী পরিচালক (সিএম) মুস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট) আরিফ উদ্দীন প্রিয় উপস্থিত ছিলেন।
বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে—মেসার্স মুজুমদার ইলেক্ট্রনিকস, কমার্শিয়াল সেন্টার–কে বিএসটিআই অনুমোদন ব্যতীত ‘আর আর’ ব্র্যান্ডের নকল ক্যাবল পণ্য মজুদ ও বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিচয় ট্রেডার্স, আছু মিয়া রোড, –কে সিএম সনদ গ্রহণ না করে ঘি পণ্য বাজারজাতের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৮ কেজি ভেজাল ঘি জব্দ করা হয়।
সাহা অ্যান্ড সন্স, ওয়াপদা রোড –কেও একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৩০ কেজি ঘি জব্দ করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।