হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কজন আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নালাদক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও তার ছোট বোন জাকিয়া বেগম (২৩), এবং আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে তারা ভবানীপুর-উজানচর খেয়াঘাট এলাকায় নদী পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সবাই পাশে থাকা একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই বোন ও রাশেদ মিয়া মারা যান। কাছেই অবস্থানরত আরেক ব্যক্তি আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই বোনের লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যান। আহত ব্যক্তিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।
স্থানীয়দের মতে, দুপুরের দিকে হঠাৎ মেঘ জমে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তখন অনেকেই নদীর পাড়ে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। আকস্মিক বজ্রপাতের শব্দ ও আলোয় এলাকা কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনটি প্রাণ ঝরে যায়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কুমিল্লা অঞ্চলে বজ্রপাতজনিত দুর্ঘটনা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা খোলা জায়গা ও টিনের ছাউনি এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।















