আবদুর রউফ চৌধুরী ফারুক
আবদুর রউফ চৌধুরী ফারুক এর প্রথম মৃত্যুবার্ষিকী

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি জনাব আবদুর রউফ চৌধুরী ফারুক-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে, ২০২৪ সালের ৫ অক্টোবর শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল একই দিন বাদ এশা, ঠাকুরপাড়াস্থ মাজার ও চেম্বার অব কমার্স সংলগ্ন আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে। রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা বলেন, আবদুর রউফ চৌধুরী ফারুক-এর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান আল্লাহ পাক তাঁদের এই শোক সইবার শক্তি দিন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য দোয়া করেন।
জনাব আবদুর রউফ চৌধুরী ফারুক ছিলেন একজন আদর্শবান, সাহসী ও জনবান্ধব রাজনীতিক। ছাত্রদল থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে তাঁর অবদান ছিল সুদূরপ্রসারী। তিনি কুমিল্লার রাজনীতিতে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে সংগঠন পেয়েছে গতিশীলতা, আর জনগণ পেয়েছে আশার আলো।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর নিজ এলাকায় দোয়া মাহফিল, কোরআন খতম ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অংশ নিচ্ছেন।
তিনি চলে গেছেন, কিন্তু তাঁর আদর্শ ও স্মৃতি কুমিল্লার মাটি ও মানুষের হৃদয়ে চিরভাসমান থাকবে।






















