ইসলামী ব্যাংকে লুটপাট ও অদক্ষ নিয়োগের প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকে অর্থ লুটপাট ও অদক্ষ কর্মচারী নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে বক্তারা বলেন, ব্যাংকটি পরিচালনায় যোগ্যদের বাদ দিয়ে এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। এতে ব্যাংকের সুশাসন ভেঙে পড়েছে এবং গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা বলেন, “আমরা ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক। আমাদের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখার জন্য এই ব্যাংকে জমা দিয়েছিলাম। কিন্তু এখন এই ব্যাংক লুটপাট ও অনিয়মের কারণে আমরা আতঙ্কে রয়েছি।”
তারা আরও দাবি করেন, “অবিলম্বে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণ করতে হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।”
বক্তারা ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করতে একটি স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। একইসাথে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন। তারা ইসলামী ব্যাংকের সুনাম রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।




















