‘আসলাম ও সহিদ’ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল — মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা নগরীর বড় পুকুরপাড় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আসলাম ও সহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন এলাকার কয়েকটি দল।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীউর রহমান রাজীব — সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা মহানগর বিএনপি; সভাপতি, ১৩ নং ওয়ার্ড বিএনপি ও সাবেক কাউন্সিলর, ১৩ নং ওয়ার্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমির হোসেন, সাধারণ সম্পাদক, ১৩ নং ওয়ার্ড বিএনপি;ইকরাম হোসেন তাজ, সদস্য সচিব, কৃষক দল, কুমিল্লা মহানগর;এ কে এম সাহেদ পান্না, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা মহানগর;
জোবায়ের আলম জিলানী, আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আমজাদ হোসেন শিপন, সদস্য, স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটি, কুমিল্লা মহানগর।
এছাড়াও উপস্থিত ছিলেন খাইরুল আনম কনক, আহবায়ক, ১৩ নং ওয়ার্ড যুবদলসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও তরুণ সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ক্রীড়াই যুবসমাজের শক্তি, যা গড়ে তোলে সুশৃঙ্খল ও ইতিবাচক প্রজন্ম।

শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ, ক্রীড়ার উচ্ছ্বাস এবং তরুণদের প্রাণচাঞ্চল্য।

















